‘মেয়েদের প্রশংসা করে আমি অপরাধ করেছি নাকি?’ লাগাতার মিম, ট্রোলিং, হুমকি, মাকে নোং’রা ক’টাক্ষ — মানসিকভাবে ভেঙে পড়ছেন অভিনেতা ঋজু বিশ্বাস

গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে একের পর এক মিম ও ট্রোলের নিশানায় অভিনেতা ঋজু বিশ্বাস। অভিযোগ, তিনি নাকি একাধিক মহিলাকে একই ধরনের মেসেজ পাঠিয়েছেন। এই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মজা করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। তবে এই ঘটনার ফলে ব্যক্তিগতভাবে চরম মানসিক চাপে পড়েছেন ঋজু। তিনি জানিয়েছেন, শুধু ট্রোল নয়, এখন তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁর মায়ের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করা হচ্ছে।

ঋজু স্বীকার করেছেন, তিনি অনেক মহিলাকে মেসেজ পাঠিয়েছেন, কিন্তু কখনও অশালীন কিছু লেখেননি। তাঁর বক্তব্য, “আমি কাউকে খারাপভাবে কিছু বলিনি। যদি কেউ আমার মেসেজে কষ্ট পেয়ে থাকেন, আমি ভিডিও করে ক্ষমা চেয়েছি। কিন্তু তবুও আমার সঙ্গে যা হচ্ছে, সেটা অন্যায়।” অভিনেতার দাবি, কোনও প্রমাণ ছাড়াই তাঁকে অপবাদ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে তাঁর ফোন নম্বর ফাঁস হওয়ার পর থেকেই তিনি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছেন। দিন-রাত অচেনা নম্বর থেকে আসছে ফোন, মেসেজ— যেগুলিতে করা হচ্ছে নোংরা মন্তব্য। শুধু তাই নয়, তাঁর মায়ের প্রোফাইলেও গিয়ে কটূ মন্তব্য করছে কিছু মানুষ। ঋজুর প্রশ্ন, “আমি কী অপরাধ করেছি যে আমার মাকেও ছাড়া হচ্ছে না?”

ঋজু বলেন, ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীও তাঁর বিরুদ্ধে মুখ খুলছেন। অথচ তিনি সবসময় সৎভাবে কাজ করেছেন এবং সহকর্মীদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, “আমি মুখ বুজে থাকিনি বলেই অনেকের কাছে খারাপ লাগি। কেউ বলে অহংকারী, কেউ বলে ইগো আছে। কিন্তু আমি সব সময় সত্যি কথা বলেছি, সেটা হয়তো অনেকের পছন্দ হয়নি।”

আরও পড়ুনঃ ‘সুস্থ মানুষ, হঠাৎ কী হল বুঝলামই না’, বাবার আকস্মিক মৃ’ত্যুতে ভেঙে পড়লেন পরিচালক শিলাদিত্য মৌলিক

শেষে অভিনেতা বলেন, “আমাকে যা ইচ্ছে বলা হচ্ছে, কিন্তু যাঁরা এমন অশালীন মন্তব্য করছেন, তাঁদের শাস্তি হবে না? আমার মা অসুস্থ, বাড়ির সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি ভুল করলে ক্ষমা চাইতে জানি, কিন্তু মিথ্যে অপবাদ আর পরিবারের অসম্মান কেউ মেনে নিতে পারে না।”