টলিপাড়ার ভক্তদের জন্য শুক্রবারটা যেন জমে গেল আরও একটু বেশি। কারণ, সায়ক চক্রবর্তী হঠাৎই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজের ও দেবের একটি পাশাপাশি ছবি। দু’জনেই জনপ্রিয় অভিনেতা, কিন্তু এ বার তাঁদের নিয়ে আলোচনা অভিনয়ের জন্য নয়—ফ্যাশন নিয়ে! কারণ একটাই—দু’জনের পরনে ধরা পড়েছে একই ধরনের ডিজাইন।
সায়ককে দেখা গিয়েছে হলুদ রঙের একটি স্টাইলিশ পোশাকে, আর দেবের গায়ে ঠিক একই ডিজাইনের সাদা পোশাক। রং আলাদা হলেও নকশার মিল এতটাই স্পষ্ট যে, ভক্তদের চোখ এড়ায়নি কিছুতেই। দু’জনের হাসিমাখা মুখ, ডান হাতে ঘড়ি—মিলের তালিকা আরও লম্বা। নিজের মতো করে রসিকতা না করে কি থাকেন সায়ক? ক্যাপশনে লিখে দেন— “আমি কিন্তু আগে বানিয়েছি বাপু!” সঙ্গে চোখ ঢেকে হাসির ইমোজি। স্রেফ হালকা মজা, কোনও অভিযোগ নয়—এ কথাও তিনি পরিষ্কার জানিয়েছেন।
পোস্টটি সামনে আসতেই নেটিজেনদের ভালোবাসায় ভরে যায় কমেন্ট বক্স। কেউ সায়কের হাসির প্রশংসা করেছেন, কেউ বা লিখেছেন—“দেবদার থেকেও তোমাকে বেশি ভালো লাগে।” আবার অনেকে দু’জনকে একই ডিজাইনের পোশাকে বেশ ‘স্মার্ট জুটি’ বলেও মন্তব্য করেছেন। পোশাকের মিলকে কেন্দ্র করে এমন হুল্লোড় দেখে অভিনয় তারকারাও বেশ আনন্দিত।
সায়ক চক্রবর্তী বর্তমানে ছোটপর্দার পরিচিত মুখ। ‘তুই আমার হিরো’, ‘চিরসখা’-র পর সম্প্রতি ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’-এ রাজা রাজবল্লভ হিসেবে নজর কেড়েছেন তিনি। কিছুদিন বিরতির পর আবারও ধারাবাহিকে ফিরে এসে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছেন।
আরও পড়ুনঃ ‘সোহিনীর মতো আমিও হাঁপিয়ে উঠেছি!’সোহিনী-শোভন বিতর্কের মাঝেই, ঋতাভরীর বি’স্ফো’রক স্বীকারোক্তিতে নতুন জল্পনা! অভিনেত্রীর পাশে দাঁড়াতে গিয়ে নিজের সম্পর্কের অন্ধকার দিক আনলেন প্রকাশ্যে! টলিউডে দুই তারকার সম্পর্কেই হঠাৎ কেন তিক্ততার ছায়া?
তবে এ বার চরিত্র নয়, নিছক পোশাকের কাকতালীয় মিলেই সায়ক–দেব জুটিকে নিয়ে মাতল নেটদুনিয়া। কখনও কখনও ফ্যাশনের এই মজার মুহূর্তই যেন বড় আলোচনার কারণ হয়ে ওঠে!






