২২ বছরের ব্যস্ত কেরিয়ারের পর হঠাৎ বিরতি! ছোটপর্দা ছেড়ে নতুন কোন চ্যালেঞ্জের পথে দেবযানী চট্টোপাধ্যায়?বাংলা ধারাবাহিকে ইতি টেনে মুম্বাইতে কীসের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

ছোটপর্দার পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্যায়ের নতুন পথে হাঁটার গল্প এখন টলিপাড়ার কৌতূহলের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিনের কাজের চাপে অনেক সময়ই শিল্পীরা নিজেদের জন্য আলাদা একটি পথ খুঁজে নিতে চান। টেলিভিশনের ব্যস্ত রুটিন, টানা শ্যুটিং আর চরিত্রের পুনরাবৃত্তি—সব মিলিয়ে অনেকের মনেই জন্ম নেয় নতুন কিছু করার ইচ্ছে। ঠিক সেই জায়গাতেই আজ দাঁড়িয়ে দেবযানী। প্রায় আড়াই বছর ছোটপর্দা থেকে দূরে থাকার পর তাঁকে নিয়ে প্রশ্ন বাড়ছে—কোথায় গেলেন, কী করছেন এখন?

দেবযানী চট্টোপাধ্যায়—টলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় মুখ। দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিক জগতের পরিচিত অভিনেত্রী তিনি। ২২ বছর টানা কাজ— ব্যস্ত শ্যুটিং ফ্লোর, প্রতিদিনের কঠোর সময়সূচি, দর্শকের প্রত্যাশা—সব মিলিয়ে তিনি টেলিভিশনের নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছিলেন। সেই কারণেই হঠাৎ তাঁর অনুপস্থিতি নজর কেড়েছিল সকলের।

দেবযানীর কথায়, টানা ধারাবাহিকে কাজের মাঝে একঘেয়েমি এসে গিয়েছিল। গল্পে নতুনত্ব ছিল না, চরিত্রেও না। একই ধরনের ভূমিকা, একই ধরনের পরিস্থিতি—সব মিলিয়ে নিজেকে আটকে যেতে দেখছিলেন তিনি। তাই কঠিন সিদ্ধান্ত নিলেন কিছুদিনের জন্য টিভি থেকে সরে দাঁড়ানোর। শিল্পীর কাছে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ সবসময় প্রয়োজন—সেই তাগিদ থেকেই এই বিরতি।

প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় না ফিরলেও থেমে নেই অভিনেত্রী। নতুন ধরনের কাজে মন দিতে চেয়ে এবার পাড়ি দিয়েছেন মুম্বই। সেখানে বিভিন্ন ওয়েব সিরিজ়ে অডিশন দিচ্ছেন তিনি। দেবযানীর মতে, মুম্বইয়ের কাজের ধরন আলাদা—গল্পের বৈচিত্র্য বেশি, সুযোগও অনেক। মাঝেমধ্যে নিজের বুটিক চালানোর কাজ নিয়ে কলকাতায় ফিরতে হলেও বর্তমানে তাঁর বেশিরভাগ সময় কাটছে মুম্বইতেই।

আরও পড়ুনঃ পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন, কিন্তু মৃ’ত্যুতে কেন পূর্ণ রাষ্ট্রীয় সম্মান পেলেন না ধর্মেন্দ্র? গান স্যালুটসহ সমস্ত সম্মান কেন প্রত্যাখ্যান করল পরিবার?

অর্থাৎ টলিপাড়ার মেয়ে এখন সিরিয়াল ছেড়ে ওয়েব দুনিয়ায় নিজের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। নতুন চ্যালেঞ্জ, নতুন শহর আর নতুন স্বপ্ন—সব মিলিয়ে দেবযানী চট্টোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে দর্শক তাঁকে কোন রূপে দেখবেন, সেটাই এখন বড় অপেক্ষা।