স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের বিয়ে বাতিল হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও বিতর্ক থামছে না। চিটিংয়ের অভিযোগ থেকে শুরু করে সম্পর্ক নিয়ে নানা জল্পনায় নাম জড়িয়েছে পলাশের। এতদিন নীরব থাকার পর এবার প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বলিউড সুরকারকে। বিমানবন্দরে ক্যামেরার সামনে বেশ হাসিমুখেই ধরা পড়লেন তিনি।
কালো পোশাকে বিমানবন্দরে পৌঁছতেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন পলাশকে। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান, সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। দেখা যায় তাঁর মা অমিতা ও পরিবারের আরও কয়েকজনকে। সবাই হাসিমুখে থাকলেও কেউই কোনও মন্তব্য করতে চাননি। তাঁরা কোথায় যাচ্ছেন, তা পর্যন্ত জানাননি। অন্যদিকে স্মৃতির পরিবার এখনো নীরব।
সব পরিকল্পনা ঠিক থাকলে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হত তাঁদের বিয়ে। প্রথমে জানা যায়, স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত রাখা হয়। পরদিন পলাশও হাসপাতালে ভর্তি হন। এদিকে আচমকা সামনে আসে পলাশের অন্য এক সম্পর্কের গুঞ্জন। দাবি ওঠে, বিয়ের আগের রাতেই তিনি নাকি ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন কোরিওগ্রাফার মেরি ডি’কস্টার সঙ্গে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের ব্যক্তিগত চ্যাট। যদিও এসবের সত্যতা এখনও প্রমাণিত নয়।
এদিকে ইনস্টাগ্রামে নতুন বদল নজরে আসে। স্মৃতি ও পলাশ—দু’জনেই বায়ো বদলে দিয়েছেন। এখন তাঁদের দু’জনের বায়োতেই রয়েছে ‘ইভিল আই’ ইমোজি। সাধারণত এই ইমোজি ব্যবহার করা হয় নজর লাগা বা খারাপ এনার্জি দূরে রাখার প্রতীক হিসেবে। বিয়ের অনুষ্ঠান নিয়ে চারদিকে আলোচনা চলছিল, তাই কি এই প্রতীক ব্যবহার করে নিজেদের রক্ষা করতে চাইছেন তাঁরা—এ নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মাসে মাত্র ১০০ টাকার চাকরি, চরম দারিদ্রতা থেকে আজ কোটি কোটি টাকার মালিক! সুরের সম্রাট উদিত নারায়ণ কিভাবে বলিউডের জনপ্রিয় গায়ক হলেন, জানেন কি তার পেছনের ইতিহাস?
আরও চমকপ্রদ ব্যাপার হল, দু’জন একই সময়ে বায়ো পরিবর্তন করেছেন। এর মানে কি তাঁদের যোগাযোগ এখনো রয়েছে? নাকি সমস্যার মধ্যেও তাঁরা কাছাকাছি থাকার চেষ্টা করছেন? অনেকেই বলছেন, এই বদল দেখে সম্পর্ক ভাঙার সমস্ত জল্পনাই ভুল প্রমাণিত হচ্ছে। এখন দেখার, এই বিতর্কের পর তাঁদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কোন দিকে মোড় নেয়।






