ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো! নীল-তৃণার সম্পর্কের দূরত্ব ফের শিরোনামে! বছরের পর বছর বিচ্ছেদ-গুঞ্জন উড়িয়ে, এবার নীরব তারকা দম্পতি! তবে কি সত্যিই ভাঙছে ‘তৃনীল’-এর সংসার? নেপথ্যে কারণ কী?

বছর পাঁচেক আগে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেতা ‘নীল ভট্টাচার্য’ (Neel Bhattacharya) এবং ‘তৃণা সাহা’ (Trina Saha)। স্টুডিওপাড়ায় জুটিতে তাঁদের জনপ্রিয়তা এমন যে, ব্যক্তিজীবনে কোনও সূক্ষ্ম পরিবর্তন হলেই তা মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে। সেই জনপ্রিয়তার কারণেই হয়তো তাঁদের দাম্পত্য নিয়ে বারবার গুঞ্জন মাথা চাড়া দেয়। একসময় পর’কীয়া থেকে শুরু করে আলাদা থাকার জল্পনাও উঠেছিল, যদিও দু’জনেই তখন সেই সবকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন।

পরবর্তীতে সমস্ত উৎসব, অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া থেকে জন্মদিনে একসঙ্গে সেলিব্রেশন, এসব দেখে ভক্তরাও মনে করেছিলেন যে দূরত্বের গল্প নিছকই রটনা। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির মোড় আবার ঘুরেছে। সম্প্রতি সমাজ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে নতুন করে সন্দেহের বাতাস বইছে তাঁদের সম্পর্ক ঘিরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নীল ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন! অতীতে বহুবার তাঁদের বিচ্ছেদের খবর ছড়ালেও, দু’জনেই তৎক্ষণাৎ মুখ খুলে সবকিছু পরিষ্কার করে দিতেন।

কিন্তু এবার নীরবতা আরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কোনও ব্যাখ্যা নেই, নেই কোনও যৌথ উপস্থিতিও। ফলে অনুরাগীদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। এদিকে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে অন্য গল্পও শোনা যাচ্ছে। কেউ বলছেন, অভিনেতার নাকি কোনও রাজনৈতিক পরিবারের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে কয়েক বছরে। আবার কারও দাবি, আগের মতো আর একসঙ্গে সময় কাটাতে দেখা যায় না এই তারকা দম্পতিকে। আগে যেখানে যৌথ ছবি আর ভিডিও ছাপিয়ে যেত সমাজ মাধ্যম, সেখানে তেমন কোনও যৌথ পোস্ট নেই।

ব্যস্ততা থাকলেও, যুগল হিসেবে তাঁদের অনুপস্থিতি এখন নতুন প্রশ্ন তৈরি করছে। অন্যদিকে এও সত্যি যে, কাজের চাপ দু’জনেরই এখন আকাশছোঁয়া। নীল নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তে অভিনয় করছেন আর তৃণাও জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততাই কি দূরত্বের কারণ? নাকি গুঞ্জনের মতো সত্যিই সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে, এর কোনওটাই স্পষ্ট হয়নি এখনও। উল্লেখ্য, নীলকে অনেকসময় অন্য এক মুখের সঙ্গে দেখা যাচ্ছে। আবার অনেকে বলছেন এসব বাড়তি রং মেশানো কথা। ফলে, সত্য-মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না কোনও দিক থেকেই!

আরও পড়ুনঃ “এক ইঞ্চি ক্লিভে’জে যদি কারোর সমস্যা হয়, সেটা আমার দায় নয়!” মমতা শঙ্করের ‘লজ্জা বিক্রি’ মন্তব্য ঘিরে সাম্প্রতিক ছবিতে কটাক্ষ, ক্ষুব্ধ শ্রীনন্দা শঙ্কর! পিসির বিতর্কিত মত টেনে অপমান করাতেই, নেটিজেনকে যোগ্য পাঠ দিলেন ভাইজি!

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়েই গেল সমাজ মাধ্যমের আচরণ নিয়েই। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার মতো সিদ্ধান্ত সাধারণত অকারণেই নেওয়া হয় না। আগেরবার যেভাবে গুজব থামিয়েছিলেন তাঁরা, এবার না আছে চেষ্টা, আর সেই প্রতিক্রিয়াও নেই বললেই চলে। এই নীরবতাই আলোচনাকে আরও উস্কে দিচ্ছে। ভক্তদের প্রত্যাশা, আবারও যেন সব ভুল বোঝাবুঝি মিলিয়ে যায়। কিন্তু আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন, নীল-তৃণার সম্পর্কে কি সত্যিই নতুন করে ফাটল ধরল? উত্তরটা সময়ই দেবে, দেখা যাক দম্পতি এবার কি বলেন।