বিনোদনের জগতে অন-স্ক্রিন জুটিদের মধ্যে অফ-স্ক্রিন সম্পর্ক তৈরি হওয়া নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে দর্শকেরা দেখেছেন—একসঙ্গে কাজ করতে করতে অনেক তারকার মধ্যেই জন্ম নিয়েছে বিশেষ বন্ধন। তাই যখন কোনও নতুন সিরিয়ালের নায়ক–নায়িকার কেমিস্ট্রি অন-স্ক্রিনে নজর কাড়ে, তখনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক।
এই কারণেই দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। কারণ অন-স্ক্রিনে জুটিকে যতই ভালো লাগে, অফ-স্ক্রিনেও তাঁরা একসঙ্গে রয়েছেন কি না, সেটা জানার ইচ্ছে থেকেই যায়। নায়ক–নায়িকার একসঙ্গে ঘুরতে যাওয়া, কোনও ক্যাপশন, বা একসঙ্গে থাকা কোনও মুহূর্ত—সবই দর্শকদের কাছে হয়ে ওঠে বড় সূত্র। আর সেই সূত্র ধরেই এবার গুঞ্জন বাড়ছে নতুন স্টার জলসা ধারাবাহিককে ঘিরে।
স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ এখন দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। প্রোমো প্রকাশের পর থেকেই গল্প, চরিত্র এবং জুটির কেমিস্ট্রি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শুভস্মিতা মুখোপাধ্যায়ের ঝাঁপি আর সৌরভ চক্রবর্তীর দ্বীপ—এই জুটি ইতিমধ্যেই দর্শকের নজর কাড়ছে। সিরিয়াল যত এগোচ্ছে, ততই বাড়ছে তাঁদের জনপ্রিয়তা।
সম্প্রতি শুভস্মিতা এবং সৌরভ দু’জনেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন। কখনও একসঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি, কখনও শুটিংয়ের ফাঁকে একই লোকেশনে সময় কাটানোর ঝলক—সব মিলিয়ে নেটদুনিয়া বলছে, “তাহলে কি সত্যিই প্রেম?” পোস্টগুলোর সময়, ক্যাপশন এবং তাঁদের চোখের ভাষা দেখে অনেকেই ধরে নিয়েছেন, সম্পর্ক শুধু সিরিয়ালের গণ্ডিতে আটকে নেই। যদিও এ সবই এখনো কেবলমাত্র জল্পনা। কিন্তু দর্শকের নজর এড়াতে পারেনি কিছুই।
আরও পড়ুনঃ ‘প্রথম প্রেমকে ভীষণ মিস করি’ তনুশ্রীর বিয়ে হতেই প্রথম প্রেমকে মনে পড়ছে রুদ্রনীলের! অভিনেতার মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
এখনও পর্যন্ত এই গুঞ্জন সম্পর্কে শুভস্মিতা বা সৌরভ কেউই মুখ খোলেননি। সম্পর্কের কথা স্বীকার করেননি। তাই সব মিলিয়ে দর্শকরা অপেক্ষায় রয়েছেন—অনস্ক্রিন জুটির এই অফস্ক্রিন সমীকরণ সত্যি নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার কল্পনা।






