‘প্রথম প্রেমকে ভীষণ মিস করি’ তনুশ্রীর বিয়ে হতেই প্রথম প্রেমকে মনে পড়ছে রুদ্রনীলের! অভিনেতার মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অভিনেতা রুদ্রনীল ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা চলে টলিপাড়ায়। তাঁর জীবনে এসেছে একাধিক সম্পর্ক, আর সেসবের মধ্যেই অন্যতম ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। চলতি বছর তনুশ্রী বিদেশে বিয়ে করেছেন। তনুশ্রীর বিয়ের খবর সামনে আসতেই রুদ্রনীলও নিজের বিয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে বলেন। তবে এর মধ্যেই নতুন করে ভাইরাল হয় তাঁর একটি পুরনো সাক্ষাৎকার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় রুদ্রনীল বলছেন, তিনি তাঁর প্রাক্তনকে খুব মিস করেন। এতে অনেকেই ভেবেছেন, তবে কি এখনও তনুশ্রীর কথাই মনে পড়ে তাঁর? প্রাক্তন বিয়ে করতেই কি হঠাৎ এত স্মৃতি? কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। ভিডিওটি আসলে একটি পেজের নেওয়া সাক্ষাৎকার, যেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় কোন প্রাক্তনকে সবচেয়ে বেশি মনে পড়ে।

উত্তরে রুদ্রনীল জানান, তাঁর প্রথম প্রেমই ছিল সবচেয়ে আলাদা। কলেজ জীবনে এক মেয়ের সঙ্গে সম্পর্ক হয় তাঁর। মেয়েটি বাংলা নিয়ে পড়তো, আর তিনি সায়েন্স। তবু বাংলা ভাষার প্রতি তাঁর টান থেকেই তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেই প্রথম প্রেমকেই তিনি আজও সবচেয়ে বেশি মনে করেন। তাঁর মতে, প্রথম প্রেমকে ভুলে থাকা কারও পক্ষেই সহজ নয়।

এখানেই তিনি বলেন, ভালোবাসায় ‘আই লাভ ইউ’ বলাটা তাঁর পছন্দ নয়। এই শব্দ তিনটি নাকি ভালোবাসাকে ছোট করে দেয়। রুদ্রনীলের দাবি, অনুভূতি বলার বদলে অনুভব করানোই আসল প্রেম। তাই হয়তো তাঁর কোনো প্রাক্তনই শোনেননি তাঁর মুখে ‘আই লাভ ইউ’।

আরও পড়ুনঃ ‘চাই যেন এভাবেই শেষ হয়…’ কিছুদিন আগেই একে অপরকে সমাজ মাধ্যমে আনফলো, হঠাৎ নীলের ইঙ্গিতপূর্ণ পোস্টে তৃণার সঙ্গে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর?

তনুশ্রী বিয়ে করার পর রুদ্রনীলও ঘোষণা করেছেন, তিনি ২০২৬ সালে বিয়ে করবেন। তবে পাত্রী কে, সে বিষয়ে কিছুই জানাননি তিনি। সম্পর্ক ভাঙার পরও তনুশ্রীকে তিনি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। রুদ্রনীল–তনুশ্রী একসময় বিয়েও ঠিক করেছিলেন, কিন্তু পরবর্তীতে অভিনেতার উষসী চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে না পারায় ভেঙে যায় সেই সম্পর্ক।

You cannot copy content of this page