নৃত্য আর অভিনয়ের জগতে বহু দশক ধরে যাঁর অবিচ্ছিন্ন যাত্রা, সেই মমতা শঙ্করের নামটা বাংলা সংস্কৃতির সঙ্গে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। মঞ্চ হোক বা পর্দা—নিজস্ব ভঙ্গি, নৃত্যচর্চা আর অভিনয়ের গভীরতায় বারবার দর্শকের মন ছুঁয়েছেন তিনি। তাই তাঁর নামের সঙ্গে সম্মান জুড়ে যাওয়াটা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল, যদিও শিল্পী নিজে তা কখনও ভাবেননি।
২০২৫ সালের পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নিজের নাম দেখে তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি হিসেবে এই সম্মান এলেও, তাঁর প্রতিক্রিয়ায় ছিল বিস্ময় আর আবেগের মিশেল। এখনও সেই খবরের রেশ কাটেনি বলেই জানান তিনি। নৃত্যশিল্পী হিসেবে যেমন তিনি নিজেকে ভেঙে গড়েছেন, তেমনই অভিনেত্রী হিসেবেও বারবার নতুনভাবে ধরা দিয়েছেন।
কিন্তু এই প্রাপ্তির মুহূর্তে মমতা শঙ্কর যেন নিজের সাফল্যের গল্প নয়, বরং তাঁর শিকড়ের কথাই বেশি বলতে চেয়েছেন। সেই জায়গাতেই তাঁর বক্তব্য আলাদা করে মন কেড়ে নেয়। পদ্মশ্রী পাওয়ার বছর খানেক পর অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নিজেকে এই সম্মানের যোগ্য বলে মনে করেন না! আগামীতে পদ্মভূষণ সম্মান নিয়ে তার ইচ্ছা জানতে চাওয়া হয় সম্প্রতি।
এদিন তিনি নিজের যোগ্যতা নিয়ে একাধিক বিস্ফো’রক দাবি করেন। তিনি বলেন, “আমি শুধু কুরিয়ারের কাজ করেছি।” নাচ, অভিনয়, শিল্পী হিসেবে যে মানুষটা আজ তিনি—সবকিছুই বাবার দেওয়া শিক্ষা আর সংস্কারের ফল বলে জানান মমতা। তাঁর বিশ্বাস, নিজের কোনও কৃতিত্ব নেই; তিনি কেবল সেই শিক্ষাগুলোকেই বহন করেছেন।
আরও পড়ুনঃ প্রসেনজিৎ, তাপস পাল, মিঠুনের সঙ্গে চুটিয়ে অভিনয়! ছোট এবং বড়পর্দায় নায়িকা থেকে খলচরিত্রে দাপট দেখিয়ে, হঠাৎ অদৃশ্য হয়ে যান রিমঝিম গুপ্ত! অভিনেত্রী কেন সরে গেলেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে? বর্তমানে কোথায় তিনি?
এই সম্মান পাওয়ার পর পদ্মশ্রীটি বাবার পায়ের সামনে রেখে দেওয়ার ঘটনাও তাঁর অনুভূতির গভীরতা প্রকাশ করে। সাঁইবাবার ভক্ত মমতা শঙ্কর কৃতজ্ঞতা জানান তাঁর আরাধ্য গুরু, প্রয়াত বাবা-মা, ভালোবাসেন যাঁরা এবং ভালোবাসেন না যাঁরা—সকলকেই। অহংকার নয়, বিনয় আর কৃতজ্ঞতার মধ্য দিয়েই এই সম্মানকে গ্রহণ করেছেন তিনি, যা তাঁর শিল্পীসত্তাকেই আরও উজ্জ্বল করে তুলেছে।






‘একই লোকের সঙ্গে দশ বছর সংসার, সুস্থ মানুষ পারে নাকি!’ ‘এতদিন একই স্বামী অসম্ভব, পাগলামির লক্ষণ!’ বিবাহিত জীবন নিয়ে ইমন চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য, খুঁজছেন নতুন বয়ফ্রেন্ড! ফের কি বিপাকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা?