বর্ষ শেষেই সুখবর টলিপাড়ায়! মা হতে চলেছেন ভক্তিগীতি ও লোকগায়িকা অদিতি মুন্সি? মাতৃত্বের খবর নিয়ে জোর চর্চা, বিধায়কের ঘরে কবে আসছে নতুন অতিথি?

চলতি বছরে মা হয়েছে টলিপাড়ার অনেক তারকা। আবার কারোর মাতৃত্বের খবর পাওয়া গেলেও, শেষ পর্যন্ত দেখা গেছে গুঞ্জন মাত্র। তবে, বছরের একদম শেষ পর্যায়ে এসে আবার সুখবর কানে আসছে! জনপ্রিয় ভক্তিগীতি এবং লোকগায়িকা তথা শাসক দলের বর্তমান বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi) মা হতে চলেছেন! কিছুদিন ধরে, এমন গুঞ্জনেই এখন সরগরম টলিপাড়া। নানান অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি, সাম্প্রতিক কিছু পরিবর্তন আর ঘনিষ্ঠ মহলের কথাবার্তা মিলিয়ে এই আলোচনা ধীরে ধীরে জোরাল হয়েছে।

শিল্পী হিসেবে যেমন তিনি পরিচিত মুখ, তেমনই রাজনীতির ময়দানেও তাঁর ভূমিকা নজর কেড়েছে, ফলে তাঁর ব্যক্তিগত জীবনের এই সম্ভাব্য নতুন অধ্যায় ঘিরে কৌতূহল স্বাভাবিকভাবেই বাড়ছে। অদিতির জীবনে গান আর রাজনীতি বহুদিন ধরেই পাশাপাশি চলছে। সঙ্গীতের মঞ্চে তাঁর গ্রহণযোগ্যতা যেমন অটুট, তেমনই বিধায়ক হওয়ার পরও তাঁকে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। সংসদীয় দায়িত্ব সামলানোর পাশাপাশি শিল্পীসত্তাকে কখনওই পিছনে ফেলে দেননি তিনি।

এই অবস্থায় যদি তিনি সত্যিই মাতৃত্বের পথে এগোন, তাহলে আগামী দিনগুলোতে তাঁর পেশাগত ব্যস্ততা কীভাবে সাজানো হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবন আর কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। প্রসঙ্গত, রাজনৈতিক দিক থেকেও বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে কোন আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলে।

অদিতি যেহেতু শাসক দলের বিধায়ক, তাই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। যদি তিনি কিছু সময়ের জন্য কাজ থেকে বিরতি নেন, তাহলে দল কি বিকল্প মুখ ভাববে? নাকি তাঁকেই ফের ভরসা করবে, এই নিয়েই চলছে নানান জল্পনা। ব্যক্তিগত জীবনের কথায় ফিরলে, বছর আটেক আগে, দেবরাজের সঙ্গে অদিতির বিয়ে হয়। বিয়ের আগে দুজনের পরিচয় থাকলেও সম্পর্ক ছিল মূলত পারিবারিক সিদ্ধান্তে গড়ে ওঠা। দেবরাজ জ্যাংড়া এলাকার ছেলে আর অদিতি থাকতেন বাগুইহাটির।

আরও পড়ুনঃ প্রধান চরিত্র শুধু তুলিকার জন্য! চরিত্র বাছাইয়ে পক্ষপাত! চন্দন সেনের দলে অতিরিক্ত সুযোগ পাওয়া নিয়ে সুদীপা বসু ক্ষোভ! সহশিল্পীদের অভিযোগের মাঝেই অবশেষে মুখ খুললেন তুলিকা বসু! কী জানালেন তিনি?

বিয়ের আগেই, দুজন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একাংশের মতে, অদিতিকে রাজনীতিতে যুক্ত করার ভাবনাও দেবরাজের মাথাতেই এসেছিল, যা পরে বাস্তব রূপ নেয়। তবে এত আলোচনা, অনুমান আর আগ্রহের মাঝেও একটা বিষয় স্পষ্ট যে অদিতির তরফে এখনও পর্যন্ত এই সুখবর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে যা কিছু শোনা যাচ্ছে, সবই আপাতত জল্পনার স্তরেই রয়ে গিয়েছে। সত্যি কী না, তা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

You cannot copy content of this page