তাঁর হাসিতে এখনও সেই পুরনো মাধুর্য রয়ে গেছে, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। প্রায় বছর খানেক কাজহীন এই সময়টা মানসিকভাবে ঝাঁকুনি দিয়েছিল অভিনেত্রী ‘তুলিকা বসু’কে (Tulika Basu)। যাঁরা এক সময় কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাও যেন মুখ ফিরিয়ে নেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে, তুলিকা নিজের অভিমান সরিয়ে রেখে যোগাযোগ করেন, নির্মাতা থেকে শুরু করে সমস্ত সহকর্মীকে। একটা কাজের জন্য, কার কাছে না গেছেন তিনি!
নিজের রোজগার না থাকার কষ্ট তাঁকে আরও বাস্তবের দিকে ঠেলে দেয়। এরই মাঝে চর্চায় আসে তাঁর ব্যক্তিগত জীবনের গল্প। একসময়ের সুখের সংসার, সমাপ্তি হতে সময় লাগেনি। ছেলেকেও বাধ্য হয়ে নিজের থেকে দূরে পাঠাতে হয় আর সেই বিচ্ছেদের ধাক্কা তাঁকে বুঝিয়ে দেয় যে নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি। পর্দায় কাজ না থাকলেও থেমে থাকেননি তিনি। নাটকের দলে ফিরেছেন, আবারও শেখার চেষ্টা করেছেন।
এক সময় থিয়েটার থেকেই তাঁর যাত্রা শুরু। সেই সময় চন্দন সেনের দলে নিয়মিত কাজ করতে করতে অভিনয়টা শেখেন। তবে এই জায়গাতেই তৈরি হয় নানা অভিযোগ আর কানাঘুষো। অনেকে বলেছিলেন, গুরুত্বপূর্ণ চরিত্র তুলিকাই বেশি পেতেন আর সেই কারণেই নাকি সুদীপা বসুর রাগ ছিল প্রবল। এমনকি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা কথা ছড়িয়েছিল! এদিন এই প্রশ্ন তুলিকার সামনে এলে তিনি থেমে যাননি, বরং স্পষ্ট করেছেন নিজের অবস্থান।
তাঁর কথায়, যদি তিনি অভিনয়ে যথেষ্ট পরিমাণে চরিত্রটাকে ধারণ না করতে পারতেন, তাহলে তো তাঁকে এত চরিত্র দেওয়া হত না! এক-দু’বার সুযোগ পেতে পারেন, কিন্তু যোগ্য না হলে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয় বলেই তাঁর যুক্তি। তবে সব সমালোচনার মাঝেও তুলিকা হার মানেননি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকের একটি চরিত্রে কাজ শুরু করার পরই, যাত্রা করা নিয়ে ধারাবাহিক নির্মাতারা তুলিকাকে বাদ দিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুনঃ ‘সন্তান আছে, লুকিয়ে রেখেছি’ হঠাৎ বিস্ফো’রক মন্তব্য ঐন্দ্রিলার! এত বছর লিভ-ইনের পর, বিয়ের আগেই মা! অঙ্কুশ-ঐন্দ্রিলার গোপন সন্তান নিয়ে শোরগোল!
বর্তমানে তুলিকা নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন যাত্রার মঞ্চেই। মঞ্চেই যেন তিনি নিজের পুরোনো আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন। কাজ না থাকায় যখন চরম দুশ্চিন্তা, তখন দেবলোক অপেরা থেকে ডাক আসতেই তিনি ঝাঁপিয়ে পড়েন। এখন নিয়মিত যাত্রাপালায় করছেন। দূরে দূরে শো করতে যেতে অসুবিধা হয় ঠিকই, তবুও এই কাজ তাঁর মধ্যে নতুন উদ্যম ফিরিয়ে এনেছে। তিনি নিজের জায়গা নিজের যোগ্যতায় করে নিচ্ছেন। সমালোচনা তাঁকে পিছনে টেনে ধরেনি, বরং আরও একবার মঞ্চে ফিরিয়ে এনেছে।






