ছোটপর্দায় বড় কামব্যাক! আবার একসঙ্গে ফিরছে ‘মন ফাগুন’এর ঋষি-পিহু! নতুন ধারাবাহিকে ফের জুটি বাঁধছেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ? দীর্ঘ অপেক্ষার অবসান, কবে হচ্ছে সম্প্রচার?

আবার নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন ‘মন ফাগুন’-এর (Mon Phagun) ঋষি-পিহু, অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) এবং সৃজলা গুহ (Srijla Guha)। এমন খবর শোনামাত্রই স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছেন দর্শক। বহুদিন ধরেই এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একসঙ্গে দেখা না গেলেও ভক্তরা প্রত্যেকবার, দুই তারকা ভ্রমণের ছবির মধ্যে খুঁটিনাটি মিল পেয়ে থাকেন। চলতি বছর পূজোর সময় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আর সেই থেকেই একসঙ্গে ফের দেখার দাবি উঠছিল। সেই অপেক্ষার অবসান বুঝি এবার ঘটতেই চলেছে!

ছোটপর্দায় যাঁদের রসায়ন একসময় দর্শককে মুগ্ধ করেছিল, তাঁদের নাম একসঙ্গে জড়ালেই এখনও উত্তেজনা ছড়ায়। আসলে কিছু চরিত্র আর কিছু জুটি থাকে, যাদের গল্প সবার মনে বিশেষ জায়গা করে নেয়। স্টার জলসা জনপ্রিয় ‘মন ফাগুন’ ধারাবাহিকের ক্ষেত্রেও এটাই স্পষ্ট। যার জনপ্রিয়তা বাংলার ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে হিন্দির দর্শকের মনেও গেঁথে গিয়েছে। এত সফলতার পরে হিন্দিতে ডাবিং করে স্টার প্লাসে দেখানো হয়েছিল ধারাবাহিকটি। ঋষি-পিহুর সম্পর্কের ওঠানাম, আবেগ মিলিয়ে এই জুটিকে আপন করে নিয়েছিল সবাই।

সেই কারণেই ধারাবাহিক শেষ হওয়ার পরও শন-সৃজলার নাম বারবার উঠে এসেছে নতুন কাজের প্রসঙ্গে। এই আবহেই নতুন করে আলোচনায় এসেছে স্টার জলসা। গতকাল চ্যানেলের নতুন বছরের বিশেষ অনুষ্ঠানের প্রোমো সামনে আসতেই দেখা গেল, শন-সৃজলাকে এক্কেবারে একফ্রেমে! প্রোমোতে দেখা যাচ্ছে, জনপ্রিয় বলিউড গানে তাঁদের নাচের ঝলক। যেখানে পুরনো সেই রোম্যান্সেও আধো আধো ধরা পড়েছে। এই ছোট্ট ঝলকই দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে!

অনেকেই ভেবেছেন, তবে কি নতুন কোনও গল্পের ইঙ্গিত দিচ্ছে চ্যানেল? প্রসঙ্গত, দু’জনেরই পেশাগত ভাবে নিজেদের আরও শক্ত করার চেষ্টা করছেন। শনকে কিছুদিন আগেই স্টার জলসা ধারাবাহিক ‘রোশনাই’তে আরণ্যক চরিত্রে দেখা গিয়েছিল। অন্যদিকে, সৃজলা এখন বেশি ওয়েব সিরিজে কাজ করছেন আর বেশ ভালো সাড়াও পাচ্ছেন। যতই আলাদাভাবে প্রতিষ্ঠিত হন, তবু তাঁদের একসঙ্গে দেখার আকাঙ্ক্ষা যে এতটুকুও কমেনি দর্শকদের!

আরও পড়ুনঃ মা’রণ ক্যা’ন্সারের সঙ্গে লড়াইয়ে হার, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক! মায়ের জন্য ছেলের শেষ চেষ্টাও ব্যর্থ নিয়তির কাছে! অভিনেত্রীর প্রয়াণে টলিউডে শো’কের ছায়া!

সেটা এই প্রোমো ঘিরে দর্শকের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে স্টার জলসা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রংমিলন্তি পোশাকে দেখা দিয়েছিল দুজনকে। ফের একবার জুটিতে দেখা যেতে চলেছে ঠিকই, কিন্তু আপাতত কোনও নতুন ধারাবাহিকের ঘোষণা নেই। তবে দর্শক শন-সৃজলাকে দেখতে পাবেন স্টার জলসার বর্ষবরণ উৎসবের মঞ্চে, ৩১ ডিসেম্বর রাত সাড়ে নয়টায়। নতুন গল্প না হলেও, প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখার সুযোগটাই এখন দর্শকদের নতুন বছরের সেরা উপহার।

You cannot copy content of this page