সোমবার নিউটাউনে এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নিউটাউন বাসস্ট্যান্ডের উলটোদিকে অ্যাকশন এরিয়া এক এলাকায় প্রায় সতেরো একর জমিতে এই প্রকল্পের সূচনা হয়। মাতৃশক্তির আরাধনাকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক মুহূর্তের সঙ্গে মিশে যায় শিল্প ও সংস্কৃতির আবেশ। শুরু থেকেই অনুষ্ঠানে ছিল এক অনন্য আধ্যাত্মিক আবহ যা দর্শকদের মন ছুঁয়ে যায়।
এই বিশেষ দিনে মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সুচারু ও ভাবপূর্ণ নৃত্য দর্শকদের প্রশংসা কুড়োয়। সংগীত পরিবেশনায় অংশ নেন বাবুল সুপ্রিয় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তীও। সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠান যেন এক পূর্ণাঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যায় রূপ নেয়। শিল্পীদের পরিবেশনায় প্রশাসনিক কর্মসূচির গাম্ভীর্যের সঙ্গে যুক্ত হয় ভক্তি ও সৃষ্টির আনন্দ।
সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। গায়ে জ্বর থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মঞ্চে ওঠেন। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই তিনি গায়ত্রী স্তোত্র আইগিরি নন্দিনী পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ভক্তির সুরে মুহূর্তের মধ্যেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। ইমনের নিষ্ঠা ও দায়বদ্ধতা অনুষ্ঠানে এক গভীর আবেগ যোগ করে।
মঞ্চ থেকেই ইমনের প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন জ্বর থাকা সত্ত্বেও যেভাবে ইমন মা দুর্গা ও শিব বন্দনার স্তোত্র পাঠ করেছেন তা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। সম্প্রতি উন্নয়নের পাঁচালী গেয়ে প্রশংসা পাওয়ার পর এই অনুষ্ঠানে আবারও মুখ্যমন্ত্রীর স্বীকৃতি পেলেন ইমন। তাঁকে ঘিরে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জল্পনাও শোনা যাচ্ছে যদিও ইমন নিজে জানিয়েছেন রাজনীতিতে যোগ দিলে তিনি নিজেই জানাবেন।
আরও পড়ুনঃ “আমি জানতামই না ভোটাভুটি হবে…এজেন্ডায় ছিল না, আমি নিরপেক্ষ সদস্য!” স্ক্রিনিং কমিটির বৈঠকে ভোট ঘিরে বিতর্কে দেব, এবার স্পষ্ট করলেন নিজের অবস্থান! নিজের অবস্থানেই অনড় অভিনেতা-প্রযোজক?
অন্যদিকে সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নচিকেতা চক্রবর্তীকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান শরীর পুরোপুরি না সেরে উঠলেও নচিকেতা অনুষ্ঠানে এসেছেন। বাবুল সুপ্রিয় মোরে আরও আরও দাও প্রাণ গান পরিবেশন করেন এবং ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীর কথা ও সুরে দুর্গাপুজোর গান শোনান। এই সাংস্কৃতিক সন্ধ্যাকে স্মরণীয় করে তোলার জন্য সকল শিল্পীকে আলাদাভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।






