“পাঁচ বছর আমরা একসঙ্গে…বিয়ে অনেক আগেই করেছি, কিছুই লুকানো ছিল না!” হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনায়, প্রথম স্ত্রীর অভিযোগকে মিথ্যে বলে প্রকাশ্যে ঋতিকা গিরির বি’স্ফোরক দাবি!

গতকাল দুপুরে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ব্যক্তিগত জীবন। সমাজ মাধ্যমে দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন, বিতর্ক আর সমালোচনার ঢেউ আছড়ে পড়ে রাজনীতিবিদের জীবনে। তবে এই ঘটনার মোড় ঘোরে তখনই, যখন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেন যে তাঁদের আইনি বিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি। সেই অভিযোগকে সামনে রেখেই এবার সরাসরি মুখ খুললেন হিরণের বর্তমান স্ত্রী ঋতিকা গিরি!

এদিন নিজের ফেসবুক পোস্টে ঋতিকা প্রথমেই জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেই কারণেই ফোন ধরা বা সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, অনিন্দিতার তরফে যে সব দাবি করা হচ্ছে, তার অনেকটাই সত্যের সঙ্গে কোনও মিল নেই! বিশেষ করে নিজের বয়স নিয়ে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেন ঋতিকা!

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরে ঋতিকা জানান, হিরণ চট্টোপাধ্যায় অনেক আগেই তাঁর প্রথম স্ত্রীকে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। অর্থাৎ বিচ্ছেদের প্রক্রিয়া বহুদিন ধরেই চলছে। বুধবার সকাল থেকে যে জল্পনা চলছিল যে এই বিয়ে কবে হয়েছে, সেই প্রশ্নেও পরিষ্কার উত্তর দেন তিনি। ঋতিকার কথায়, এই সম্পর্ক নতুন নয় বরং প্রায় পাঁচ বছর ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন এবং তাঁদের বিয়েও অনেক আগেই সম্পন্ন হয়েছে।

Anindita Chatterjee

এখানেই থামেননি তিনি। ঋতিকা স্পষ্টভাবে দাবি করেন, এই সম্পর্ক এবং বিয়ের বিষয়টি অনিন্দিতার অজানা ছিল না। তাঁর সমস্ত সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরেই পাবলিক করা ছিল, যেখানে শাঁখা-সিঁদুর পরা অবস্থায় তাঁকে বহুবার দেখা গিয়েছে। তাহলে এতদিন কোনও প্রশ্ন ওঠেনি কেন? সেই প্রশ্নই উল্টো ছুড়ে দিয়েছেন ঋতিকা। এমনকি অনিন্দিতার এই অভিযোগকেও তিনি সরাসরি মিথ্যে বলে দাবি করেন যে, হিরণ নাকি গত বছর বেশ কিছুটা সময় প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটিয়েছিলেন।

আরও পড়ুনঃ “আমি যা করছি তোমার মায়ের সঙ্গে, তোমার সঙ্গে না!” “এটাই কি একজন বাবার ভাষা?” মায়ের পাশে দাঁড়ালে, পড়াশোনা বন্ধ করার হুমকি মেয়েকে! “দ্বিতীয় বিয়েটা ললিপপ দিয়ে বাচ্চাকে শান্ত করার মতো” হিরণের বিরুদ্ধে বিস্ফো’রক অভিযোগ স্ত্রী অনিন্দিতার!

সবশেষে ঋতিকা জানিয়ে দেন, যদি অনিন্দিতার মনে হয় এই বিয়ে বেআইনি, তাহলে তিনি আইনের দ্বারস্থ হতেই পারেন। পাশাপাশি তিনি বিয়ের আচার নিয়েও কথা বলেন যে কাশী বিশ্বনাথ ধাম থেকে প্রাপ্ত আশীর্বাদের ওড়না, বৃন্দাবন ধাম থেকে আসা বিবাহের সামগ্রী মিলিয়ে নিজের বক্তব্যে একটাই বিষয় স্পষ্ট করেছেন ঋতিকা গিরি, প্রথম স্ত্রীর অভিযোগকে তিনি কোনওভাবেই মানতে রাজি নন এবং সেই দাবিকে প্রকাশ্যেই মিথ্যে বলে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি!

You cannot copy content of this page