“আমি যা করছি তোমার মায়ের সঙ্গে, তোমার সঙ্গে না!” “এটাই কি একজন বাবার ভাষা?” মায়ের পাশে দাঁড়ালে, পড়াশোনা বন্ধ করার হুমকি মেয়েকে! “দ্বিতীয় বিয়েটা ললিপপ দিয়ে বাচ্চাকে শান্ত করার মতো” হিরণের বিরুদ্ধে বিস্ফো’রক অভিযোগ স্ত্রী অনিন্দিতার!

গতকাল বারাণসীর ঘাটে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই চমকে ওঠে নেটপাড়া! খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা, মডেল ঋতিকা গিরির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই খবর সামনে আসতেই প্রশ্নের পর প্রশ্ন উঠতে শুরু করে। বয়সের ফারাক থেকে শুরু করে বৈবাহিক অবস্থান মিলিয়ে মুহূর্তের মধ্যে সমালোচনার কেন্দ্রে চলে আসেন হিরণ। অনেকের কাছেই বিষয়টি শুধু চমকপ্রদ নয় বরং অস্বস্তিকর!

বিতর্ক আরও তীব্র হয় কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানান যে তিনিই এখনও হিরণের বৈধ স্ত্রী আর এই দ্বিতীয় বিয়ের খবর তিনি জেনেছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে! দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্যে তিনি ও তাঁর মেয়ে রয়েছেন বলেও দাবি করেন। অনিন্দিতা পেশায় ডিজাইনার, নিজের বুটিক ও ক্যাফের ব্যবসা রয়েছে তাঁর। তাঁর বক্তব্য অনুযায়ী, এই পুরো ঘটনাই তাঁদের জীবনে নতুন করে মানসিক ধাক্কা দিয়েছে। প্রশ্ন উঠছে, আইনি বিচ্ছেদ ছাড়াই কীভাবে দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ?

এই পরিস্থিতিতে এদিন অনিন্দিতা যেভাবে মুখ খুলেছেন, তা নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলেছে! তাঁর বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা, মানসিক নি’র্যাতনের অভিযোগ এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। অনিন্দিতা বলেন, “বাইরের লোকেরা বা বয়স্ক মানুষের হিরণের মুখে চার পাঁচটা জ্ঞানের কথা শুনে ভাবে যে কত ভালো মানুষ, কিন্তু ২৫ টা বছর আমি যার সঙ্গে কাটিয়ে এসেছি তাঁকে আমার থেকে বেশি কেউ চেনে না। যে বাড়িতে একটি প্রক্তবয়স্ক মেয়ে থাকা সত্ত্বেও, তাঁর বয়সী একজনের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং গায়ের জোরে অবৈধ বিয়ে করে, তাঁকে এই কিছুই বলার নেই।

আমার তো মনে হচ্ছে হিরণ শুধু আমাদের নয়, ঋত্বিকাকেও ঠকাচ্ছে! ও কি জানে না যে আইনী বিচ্ছেদ না করে বিয়ে করা যায় না? আমার মনে হয়, শুধুমাত্র মেয়েটাকে শান্ত রাখতে ললিপপ দেওয়ার মতো সিঁদুর পরিয়ে দিয়েছে। ওর সঙ্গে আগেও একজন বিবাহিত মহিলার সম্পর্ক ছিল, সেটা অবশ্য আমাদের জানতে অনেকদিন সময় লেগেছিল। বলে না, মেয়েরা মা হলে একটা নতুন জন্ম আর অনুভূতির সৃষ্টি হয়। আমারও ২০০৬ তে মেয়ে হওয়ার পর হিরণের সমন্ধে এইসব কথা কানে আসতে থাকে।

হয়তো আমার সামনেই সেইগুলো ঘটেছে তবুও অস্বীকার করেছে আর বলেছে আমি নাকি হ্যালুজিনেট করছি! এমনকি ঋত্বিকার বিষয়ে তো আমাদের বলেছ যে ও নাকি হিরণকে চাপ দেয়, ভয় দেখায়। আমি যখনই মুখোমুখি হতে চাইতাম, দিত না। যতবার আমার উপর মানসিক নির্যাতন নিয়ে মেয়ে প্রতিবাদ করেছে, হিরণ বলেছে যে ‘আমি যা করছি তোমার মায়ের সঙ্গে, তোমার সঙ্গে তো না!’ ‘তুমি যে এত মায়ের হয়ে কথা বলছো, তোমার বিদেশে পড়াশোনা করার টাকা কে দেবে আমি না থাকলে?’

সত্যি বলতে, মেয়েটা বোকার মতো তাকিয়ে থাকত বাবার মুখে এসব কথা শুনে। হিরণের চেয়ে খারাপ বাবা আর একটাও দেখিনি আমি। এখন শুধু চাই, মেয়ের অধিকারটা ওকে পাইয়ে দিতে আর তার জন্যে যতটা লড়তে হবে আমি রাজি!” এই বক্তব্যের পর হিরণের ব্যক্তিগত জীবনের পুরনো অধ্যায়গুলিও নতুন করে খতিয়ে দেখতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তুলছেন তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও, কেউ আবার অভিনেতা হিসেবে তাঁর ভাবমূর্তির সঙ্গে বাস্তব জীবনের ফারাক নিয়ে আলোচনা করছেন।

আরও পড়ুনঃ তিনদিন ধরে পেটে ভয়াবহ য’ন্ত্রণা, কৃষভিকে কোলেও নিতে পারছেন না শ্রীময়ী! শারীরিক অবস্থার অবনতি হতেই, চিকিৎসকের শরণাপন্ন কাঞ্চনপত্নি! বড় রো’গের আশঙ্কা, কী হচ্ছে অভিনেত্রীর শরীরে?

দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বয়স, পেশা এবং তাঁদের সম্পর্কের শুরু নিয়েও চলছে নানা জল্পনা। সব মিলিয়ে, যে বিয়ে হয়তো ব্যক্তিগত আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, তা এখন একাধিক অভিযোগ, প্রশ্ন আর বিতর্কে ঘেরা। অনিন্দিতার বক্তব্যের পর এই বিষয় যে আরও আইনি ও সামাজিক জটিলতার দিকে এগোতে পারে, তা অনুমান করছেন অনেকেই। আপাতত দর্শক ও সাধারণ মানুষের নজর একটাই প্রশ্নে, এই ঘটনার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে?

You cannot copy content of this page