“আমাদের জুটি তো ‘উত্তম-সুচিত্রা’র মতো!” পদ্মশ্রী সম্মান পেতেই, টলিউডের ঐতিহাসিক জুটির সঙ্গে নিজের তুলনা টানলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! আবেগের মুহূর্তে কাকে নিজের ‘মহানায়িকা’ বানালেন তিনি?

বাংলা বিনোদন জগতে আবারও এক গর্বের মুহূর্ত। সম্প্রতি কিছুদিন আগেই ঘোষণা হয়েছে, পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন টলিউডের ‘বুম্বাদা’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চার দশকেরও বেশি সময় ধরে যিনি বাংলা সিনেমাকে বহন করে নিয়ে চলেছেন, সেই অভিনেতার ঝুলিতে যুক্ত হল দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান। এই স্বীকৃতি শুধু একজন অভিনেতার প্রাপ্তি নয়, বরং বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দীর্ঘ লড়াই ও অবদানের স্বীকৃতিও বটে বলে মনে করছেন বহু শিল্পী ও অনুরাগী।

তবে এই সাফল্যকে কখনওই নিজের একার কৃতিত্ব বলে মানতে নারাজ প্রসেনজিৎ। পদ্মশ্রী ঘোষণার পরেই তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সম্মান সম্পূর্ণ টলিউড ইন্ডাস্ট্রির। তাঁর কথায়, বাংলা সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী, পরিচালক, টেকনিশিয়ান—সকলের পরিশ্রমের ফল হিসেবেই তিনি এই সম্মান পাচ্ছেন। বরাবরের মতোই তাঁর এই বক্তব্যে উঠে এসেছে সহকর্মীদের প্রতি শ্রদ্ধা এবং ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা।

প্রসেনজিতের অভিনয়জীবনের দিকে তাকালে বোঝা যায়, কেন তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে আর্ট সিনেমা, নেগেটিভ চরিত্র থেকে বাস্তবধর্মী অভিনয়—সব ক্ষেত্রেই তিনি নিজেকে ভেঙেছেন বারবার। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার এই ক্ষমতাই তাঁকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে, নতুন প্রজন্মের কাছেও।

এই প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টলি কুইন কোয়েল মল্লিক। তিনি বলেন, প্রায় ৪০ বছরের অভিনয় জীবনে প্রসেনজিৎ এমন একজন মানুষ, যাঁকে দেখে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ—তিন প্রজন্মই অনুপ্রাণিত হবে। কোয়েলের মতে, শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও প্রসেনজিৎ সকলের কাছে শিক্ষণীয়।

আরও পড়ুনঃ “আপনি জেনেই বি’ফ পাওয়া রেস্তোরাঁয় গিয়েছিলেন, এখন ব্রাহ্মণত্ব দেখিয়ে কী প্রমাণ করতে চাইছেন?” সায়ককে তীব্র কটাক্ষ, ‘অলিপাব’ বিতর্কে দুই শিবিরে বিভক্ত নেটপাড়া! আইনি পদক্ষেপ নিয়ে, সমালোচনার জবাবে কী বললেন তিনি?

কথা প্রসঙ্গে উঠে আসে প্রসেনজিৎ ও কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের জুটির কথাও। জানা যায়, রঞ্জিত মল্লিক ও প্রসেনজিতের একসঙ্গে প্রায় ৫০টির মতো হিট সিনেমা রয়েছে। এই জুটিকে প্রসেনজিৎ নিজেই তুলনা করেছেন উত্তম-সুচিত্রার মতো আইকনিক জুটির সঙ্গে। তাঁর মতে, বাংলা সিনেমার ইতিহাসে এই জুটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

You cannot copy content of this page