‘এই জন্মে জিৎ আর বুম্বাদার সঙ্গে আমার…’ ‘কথা ঘুরিয়ে কারা এটা করছে বুঝতে পারছি, লড়াই আরও বাড়ছে!’ টলিউড ইন্ডাস্ট্রির টানাপোড়েন নিয়ে এবার মুখ খুললেন দেব! কাদের জন্য বাংলা ছবির লড়াই আরও জটিল হচ্ছে বলে জানালেন মেগাস্টার?

বিনোদন জগতে সম্পর্কের সমীকরণ কখনও মসৃণ, কখনও আবার তিক্ত—এ যেন নতুন কিছু নয়। সহকর্মীদের মধ্যে মতপার্থক্য, সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব বা ব্যক্তিগত ভুল বোঝাবুঝি—সব মিলিয়েই ইন্ডাস্ট্রির অন্দরমহলে মাঝেমধ্যেই উত্তাপ ছড়ায়। টলিউডও তার ব্যতিক্রম নয়। সাম্প্রতিক সময়ে ছবি মুক্তি ও স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত ঘিরে একাধিক বৈঠক, আলোচনা ও বিতর্ক ঘুরপাক খাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে।

এই বিতর্কের কেন্দ্রে উঠে আসে দেবের নাম। স্ক্রিনিং কমিটির একাধিক বৈঠকে তাঁর ভিন্নমত, ‘নোটা’-তে ভোট দেওয়া এবং ছবি মুক্তি নিয়ে আপত্তি থেকেই তৈরি হয় টানাপোড়েন। সেই সূত্রেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতের সঙ্গে দেবের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল বলে গুঞ্জন ছড়ায়। এমনকী, একটি বৈঠকে দেব নাকি প্রসেনজিৎ ও জিতকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন।

তবে সেই জল্পনায় জল ঢেলে দেয় দেবের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তোলা দু’টি ছবি পোস্ট করেন তিনি। পাল্টা প্রসেনজিৎ লেখেন, ভুল বোঝাবুঝি সামলানোই বড়দের দায়িত্ব। এই বার্তায় স্পষ্ট ইঙ্গিত মেলে—দেব ও প্রসেনজিতের মধ্যে তৈরি হওয়া দূরত্ব অনেকটাই কমেছে।

এবার এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন দেব নিজেই। অভিনেতার বক্তব্য, কিছু কথা ভেঙে, টুকরো করে এমনভাবে পরিবেশন করা হয়েছে, যাতে বিষয়টি অযথা বড় ঝামেলায় রূপ নেয়। তিনি স্পষ্ট জানান, কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছে, তা তিনি বুঝতে পারছেন। দেব বলেন, তিনি চাইলে মুখ খুলে ইতিহাস তৈরি করতে পারেন, কিন্তু তিনি সেই পথে হাঁটতে চান না।

আরও পড়ুনঃ “আমাদের জুটি তো ‘উত্তম-সুচিত্রা’র মতো!” পদ্মশ্রী সম্মান পেতেই, টলিউডের ঐতিহাসিক জুটির সঙ্গে নিজের তুলনা টানলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! আবেগের মুহূর্তে কাকে নিজের ‘মহানায়িকা’ বানালেন তিনি?

দেব আরও জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তিই এখন টলিউডের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই আনন্দেই ইন্ডাস্ট্রি মেতে উঠুক—এই কামনাই তাঁর। তিনি আরো জানিয়েছেন ‘এই জন্মে আমার বুম্বাদার খারাপ কিছু হবে না, আমার কথা ঘুরিয়ে কারা এটা করছে জানি, বুঝতে পারছি লড়াই আরও বাড়ছে’।বুম্বাদাকে অপমানের অভিযোগ তিনি একেবারেই উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, জিতের সঙ্গেও তাঁর কথা হয়েছে। দেবের স্পষ্ট বার্তা—লড়াই নয়, সম্পর্ক আর সম্মানই তাঁর অগ্রাধিকার।

You cannot copy content of this page