চলে এলো চলে এলো চলে এলো, চলে এলো চলতি সপ্তাহের টিআরপি রেটিং লিস্ট। প্রত্যেকবারই তো বিভিন্ন চমক দেখা যায়, তাই এবারেও বাদ থাকল না। প্রথম স্থানে ধূলোকণা থাকতে পারল?
আজ্ঞে না, খড়ি একদম ধূলোতে মিশিয়ে দিয়েছে ধূলোকণাকে। ধূলোকণা এক থেকে সোজা চলে গেছে তিনে এবং আমাদের মিঠাই রানী এসে গেছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ আবার মিঠাইয়ের কাছে ঝামা খেলো ফুলঝুরি। এতক্ষণে বুঝেই গেছেন নিশ্চয়ই যে গাঁটছড়া প্রথম হয়েছে। গৌরী এলো আবার বাজিমাত করেছে। তবে অনুরাগের ছোঁয়া পিছিয়ে গেছে। মন ফাগুনও আগের সপ্তাহ থেকে খারাপ ফলাফল করেছে।
বাজিমাত করেছে লালকুঠি। নম্বর কমেছে বৌমা একঘরের। আসুন দেখে নেওয়া যাক কে কত নম্বর পেয়েছে টিআরপি রেটিং চার্টে।
১ম •• গাঁটছড়া 7.5
২য় •• মিঠাই 7.3
৩য় •• ধুলোকনা 7.1
৪র্থ •• গৌরী এলো 7.0
৫ম •• আলতা ফড়িং 6.7
বৌমা একঘর – 5.0
লালকুঠি – 5.8
খেলাঘর (১.৫)
গুড্ডি (২.৬) | দিদি No.1 S9 (২.৯)
গোধূলি আলাপ (৩.৮) | উড়ন তুবড়ি (৩.৫)
বৌমা একঘর (৫.০) [Opening] | পিলু (৫.৭)
গাঁটছড়া (৭.৫) 👑 | উমা (৬.৪)
আলতা ফড়িং (৬.৭) | গৌরী এলো (৭.০)
ধুলোকণা (৭.১) | মিঠাই (৭.৩)
মন ফাগুন (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
আয় তবে সহচরী (৫.৭) | সর্বজয়া (৪.৭)
অনুরাগের ছোঁয়া (৬.০) | লালকুঠি (৫.৮) [ Opening]
গঙ্গারাম (৩.৮) | এই পথ যদি না শেষ হয় (৫.৪)
গ্রামের রানী বীণাপাণি (২.৫) | যমুনা ঢাকি (৩.২)
জয় গোপাল (১.৬) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৯)
রান্নাঘর (১.২)
দাদাগিরি S9 (৪.৩)
দিদি No.1{SUN} (৪.৭)
Ismart Jodi (২.৫)