বাবিলের উদাসীনতা ও বর্ষার বিদায়ের পর নতুন সমীকরণ! বুবলাই-মিটিলের বাড়তে থাকা ঘনিষ্ঠতা কি পরিণতি পাবে বিয়েতে? ‘চিরসখা’য় বুবলাইয়ের সঙ্গে মিটিলের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে! দর্শকরাই চাইছেন এই নতুন জুটিকে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে (Chiroshokha) বর্তমানে একাধিক নতুন চমক এসেছে স্বতন্ত্র-কমলিনীর বিয়ের পর। একদিকে যেমন দীর্ঘদিন একে অপরের পাশে থেকেও তারা একাকিত্বে অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছেন। অবশেষে সমাজের চোখে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই স্বামী-স্ত্রী হয়েছেন তাঁরা। যদিও মধ্য বয়সে এসে বন্ধুত্বটাকেই এগিয়ে রাখছেন দু’জনে। অন্যদিকে, কুর্চি এতদিন স্বামী ও সন্তান ছাড়া থাকার পর, নিজের সংসারে ফিরে গেছে।

অয়নদীপ নিজের ভুল বুঝতে পেরে, আবার কুর্চিকে আপন করে নিয়েছে। তবে, দর্শকদের কাছে যেটা সবচেয়ে প্রতীক্ষিত মোড় ছিল, সেটা হলো বর্ষার বিদায়। অবশেষে, বুবলাই নিজের ভুল বুঝতে পেরে আবার মায়ের কাছে ফিরে এসেছে। নিজের নোংরা খেলায় নিজেই ফেঁসে গিয়ে বর্ষা ধরা পড়ে গেলে, বুবলাই তাঁকে ত্যাগ করে। বর্তমানে বুবলাই চরিত্রের এই ইতিবাচক দিক বেশ ভালোই লাগছে দর্শকদের। তবে, বেঁকে বসেছে বাবিল!

ধারাবাহিক শুরুর থেকেই দেখা গেছে, অন্যরা যেমনই হোক না কেন বাবিল সব সময় সত্যের পথে থেকেছে। বর্তমানে তার চরিত্রে এমন কিছু রহস্যময় ছায়া দেখা যাচ্ছে, যা তাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বলে দাবি সবার! প্রেমিকা মিটিলের সঙ্গে বাবিল যেমন আচরণ করছে, সেটা গল্পের চরিত্রগুলোর সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও অস্বস্তিকর মনে হতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, বাবিল হয়তো কোনও নতুন সম্পর্কে জড়িয়েছে!

সম্প্রতি পর্বে দেখা গেল, বাড়ির সবাই ঘুরতে গেলেও বাবিল যেতে চায় না। সে গেলে মিটিলের ভালো লাগবে জেনেও সে না করে দেয়। এদিকে বুবলাইয়ের সঙ্গে মিটিল ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে বলে দাবি অনেক দর্শকদের! তাদের মতে, বাবিল ও বর্ষার ফাঁকা জায়গায় এবার মিটিল আর বুবলাইয়ের জীবন কি একই সুতোয় বাঁধা পড়বে? এই নিয়ে সমাজ মাধ্যমে দর্শকদের মধ্যে চলছে জোর আলোচনা।

আরও পড়ুনঃ দিশার আত্মহ’ত্যা আমার নায়ক পরিচয় কেড়ে নিয়েছে! সুচন্দ্রার স’মকা’মী বিয়ের গুঞ্জন ছড়াতেই, ফের আলোয় দিশা মৃ’ত্যু, দশ বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন ভিভান

বেশ কয়েকটি পর্বে, বুবলাই ও মিটিলের মুহুর্ত এবং কথোপকথন সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই দেখে কেউ বলছেন, “কেন জানি না মনে হচ্ছে, বাবিলের সাথে হয়তো বর্ষা কিছু চলছে!” অন্যজন বলছেন, “মিটিলের সঙ্গে হয়তো, এবার বুবলাইয়ের মিল হবে! কারণ শেষ পর্যন্ত কমলিনীর সঙ্গে থাকতে হলে, মিটিলের জন্য এই একটাই পথ খোলা!” আপনাদের কী মতামত? কেমন হবে যদি সত্যিই বুবলাই আর মিটিল একসঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নেয়?