এই মুহূর্তে বাংলা ইউটিউব (Youtube) জগতের অন্যতম জনপ্রিয় হুগলির মেয়ে ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। ভিডিয়ো ঝাঁ চকচকে উপস্থাপনার দিকে কোনও দিনই ঝোঁকেননি তিনি। বরং সহজ-সরলভাবে রসিকতার সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক-অরাজনৈতিক নানা মারপ্যাঁচ তুলে ধরা ছিল তাঁর ইউএসপি।
ইদানীং অভিনয়ে হাতেখড়ি হয়েছে ঝিলমের। পাভেলের কলকাতা চলন্তিকার সঙ্গে রুপোলি সফর শুরু করেছেন তিনি। তারপর ডাক পেয়েছেন বলিউড থেকেও! করণ জোহরের প্রযোজনায় কাজ করতে চলেছেন ঝিলাম। ধর্মা প্রোডাকশনের আসন্ন ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়াঁ’ (Love Storiyaan)-তে দেখা যাবে ঝিলমকে।
সমাজমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে ঝিলমের খোলা চিঠি
জনপ্রিয়তার নিরিখে মধ্য গগনে এসে ইউটিউব ও সমাজমাধ্যম প্রভাবে ইতি টানলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে ঝিলমের খোলা চিঠি। নিজের অফিশিয়াল সমাজমাধ্যমে ইউটিউবার ঝিলাম গুপ্ত লিখছেন, ‘বিদায়… ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভালোবাসতাম। সেই তিনটি ভালোবাসা ফেটে বেরিয়ে আসতে চাইলো আমার ভিডিয়োগুলোর মাধ্যমে। শেষ তিনটি বছরে আমি ছয় লাখের বেশি মানুষকে টেনে আনতে পেরেছিলাম আমার ফেসবুক পেজটায়।’
ঝিলম আরও লিখেছেন,’আমি আনন্দ করেছি। খুব ভালো লেগেছে। ভিডিয়োর সুবাদেই প্রেমে পড়েছি সম্পূর্ণ অচেনা মানুষের। কিন্তু সব কিছুর শেষ হয়। কোনো অজানা কারণে আমার ভিডিয়ো মানুষের কাছে পৌঁছতেই পারেনা আর। জাস্ট হয় না। কারণ খোঁজার চেষ্টা অনেক করেছি। পারিনি। মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিয়ো শেয়ার করতে যাতে কোনো টেকনিকাল গ্লিচ থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় আর রিচ শুধরে যায়। এই ভিডিয়ো ছাড়া আমার আর কিছু তো নেই।’
আরও পড়ুন: গালগপ্পো দিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকার পথ প্রশস্ত করল ইরা! তার আগমনে এবার কী চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে দীপা?
তাঁর কথায়, ‘ভিডিয়োর মাঠ থেকে বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানাবো আমার বন্ধু, আমার ভাই ছন্দক গুহকে। ইন্দ্রজিৎ লাহিড়ী কে বড় দাদা হিসেবে পেয়েছি। এখন কি কাজ করবো জানি না। ঠিক করিনি। কারণ ঠিক করার মতো মনের অবস্থা নেই। টুকটাক কিছু করে নিতে পারবো হয় তো, বা হয়ত পারবো না। জানি না। আর ভাবতে পারছি না এই মুহূর্তে।আপনাদের থেকে বিদায় নিচ্ছি।আপনারা খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন গত তিন বছরে। তাই অনেক ভালোবাসা রইলো। রাস্তাঘাটে দেখা হলে ডাকবেন। আপনাদের খুব হাসাবো কথা দিলাম।’