Find This Animal: কেউ পাচ্ছে না খুঁজে! আপনি খুঁজুন তো, এই ছবিতেই লুকিয়ে আছে অদ্ভুত প্রাণী

আমরা অনেকেই ধাঁধার সমাধান করতে ভালোবাসি। বিভিন্ন ধরণের শক্ত ধাঁধা দেখে সেগুলোর উত্তর খুঁজে খুঁজে বের করার মধ্যে মাথার কাজ হয়। তাই এই কাজের মধ্যে দিয়ে মস্তিষ্ক আরো উর্বর হয় সেটা বলাই বাহুল্য।

এর পাশাপাশি আমাদের স্নায়ু ভালোমতো কাজ করা শুরু করে দেয়। তাই বাচ্চারা এবং বিশেষ করে যারা একটু বয়স্ক তারা অবশ্যই এই ধরনের খেলা গুলি প্রতিদিন একবার করে প্র্যাকটিস করুন নিজেরা খুঁজে খুঁজে।

সকলের কাছে আজ আমরা চ্যালেঞ্জ দিলাম ছবিতে লুকিয়ে থাকা ‘ফিশিং ক্যাট’-কে খুঁজে বের করতে হবে। বলতে হবে, ছবির কোনও অংশে বিড়ালটিকে দেখা যাচ্ছে। ছবির ফ্রেমের মধ্যে একটি বিড়াল রয়েছে আর সেটা কোথায় আছে এটাই আজকের ধাঁধা।

তবে চেষ্টা করতে শুরু করলে খুঁজে পাওয়াটা কঠিন নয়। দিব্যি দেখা যায় জঙ্গলের মধ্যে বিড়ালটি দাঁড়িয়ে রয়েছে। ছবিটি হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে তোলা হয়েছে এটা বোঝাই যাচ্ছে। আপনি কি খুঁজে পেলেন?

You cannot copy content of this page