‘ন্যাকা ন্যাকা কথা দয়া করে বন্ধ করুন, বিয়ের পর পুরো ক্লাসলেস হয়ে গেছে!’ ‘পুরো ভাইরাল মঙ্কো ভাতের গিন্নি হয়ে গেছে!’ শ্বেতার চা-ঝুড়িভাজার ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়! বিয়ের পর অভিনেত্রীর অদ্ভুত আচরণ শুরুর অভিযোগ তুলে অসন্তুষ্ট নেটিজেনরা!

জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’কে (Sweta Bhattacharya) ঘিরে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়! যদিও এটা প্রথম না, চলতি বছরের মাঝামাঝিতেই পোশাক বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। সেই সময় সমাজের মাধ্যমে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। তবে, প্রাণচঞ্চল এবং হাসিখুশি হিসেবে পরিচিত শ্বেতাকে নিয়ে এইবারের সমালোচনা আগে খুব একটা দেখা যায়নি! কিন্তু কী এমন করলেন, যার জন্য এই তুমুল সমালোচনা?

প্রসঙ্গত, বছরের শুরুতেই তিনি তাঁর দীর্ঘদিনের ভালোবাসা মানুষ রুবেল দাসকে (Rubel Das) বিয়ে করেন। টিনসেল টাউনে যেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প নিত্যদিনের ঘটনা, সেখানে এই জুটি যেন ব্যতিক্রম।স্বচ্ছ, শান্ত আর পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধাশীল। কাজের ক্ষেত্রেও দু’জন দু’জনের প্রতি বরাবর সমর্থন দেখিয়ে এসেছেন, সেটার প্রমাণ আবারও মিলেছে টেলি একাডেমি পুরস্কারে। এই মুহূর্তে রুবেল ব্যস্ত ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের কাজে আর শ্বেতা সম্প্রতি ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ করে আপাতত সংসারকেন্দ্রিক সময় কাটাচ্ছেন।

এই অবসরে শ্বেতা নিয়মিত রান্নাঘরে নতুন নতুন পদ তৈরি করছেন এবং সেগুলোর ভিডিও আপলোড করছেন সমাজ মাধ্যমে। কিছুদিন আগেই একটি ভিডিওতে দেখা গিয়েছিল, রুবেল তাঁর রান্নার ভরপুর প্রশংসা করছেন। তবে সর্বশেষ ভিডিওটি উল্টো প্রতিক্রিয়া টানছে দর্শকদের কাছ থেকে। প্রশংসার বদলে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। ঠিক কী কারণে এমন প্রতিক্রিয়া, তা নিয়ে এখনই জোর চর্চা চলছে অনলাইনে। আসলে, সম্প্রতি অভিনেত্রী একটি ভ্লগ পোস্ট করেছেন। যেমনটা তিনি হামেশাই অল্পস্বল্প করে থাকেন।

সেখানে দেখা গেল রুবেল শুটিং থেকে ক্লান্ত হয়ে ফিরে চা খাচ্ছেন আর হাতে একটা খাওয়ারের কৌটো। ভিডিওর ওপার থেকে শ্বেতা বলছেন, “কি খাচ্ছো, চা আর ঝুড়িভাজা?” রুবেল ও উত্তর দিচ্ছেন সেই মতো। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘তাড়াতাড়ি প্যাকআপ হয়েছে আজ বর মশাইয়ের!’ ভিডিওটি নিতান্তই স্বাভাবিক মনে হলেও, অভিনেত্রী কথা বলার ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমের একাংশ। কেউ ভিডিওটির তলায় লিখেছেন, ‘অত্যন্ত ন্যাকা!’ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘এটা তো সেই অনন্যা গুহুর ধাবা স্টাইল চিকেন হয়ে গেলো!’

আরও পড়ুনঃ হচ্ছেটা কী? থমকে স্মৃতি–পলাশের বিয়ে! বিয়ের চার দিন আগে অন্য নারীকে চুম্বনের অভিযোগ পলাশের বিরুদ্ধে!

একজন বলেছেন, ‘দয়া করে এরকম নেকিয়ে কথা বলবেন না, আপনাকে এমনিই সুন্দর লাগে!’ অন্যজনের কথায়, ‘শ্বেতা তো পুরো ভাইরাল মঙ্কো ভাতের গিন্নি হয়ে গেছে!’ অন্যজন আবার বলছেন, ‘সব ঠিক আছে কিন্তু এতো ন্যাকা ন্যাকা কথা বলার কি আছে? একটু সুস্থ স্বাভাবিক কথা বলতে এদের খুব কষ্ট হয়!’ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একজন আবার বলেছেন, ‘এই মেয়েটা বিয়ের পর একেবারে ক্লাসল্যাস হয়ে গেছে যত্তসব! বরের সাথে যে আদিক্ষেতা করবে এইগুলাও ন্যাকামি করে কেন সোশ্যাল মিডিয়ায় দিতে হবে?’ শ্বেতাকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই নতুন আলোচনা কতদিন চলে সেটাই দেখার!