চলে এসেছে হাতে গরম টাটকা টিআরপি। গত সপ্তাহে শুক্রবারে প্রকাশিত হলেও চলতি সপ্তাহে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। বাংলা ধারাবাহিকপ্রেমীরা জানেন যে এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় টিআরপি ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ভালো টিআরপি মানে সেই ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে এমনটাই মনে করা হয়।
আর যদি শুরু থেকেই সেই ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো পারফর্ম করে তাহলে ধরে নিতে হবে সেই ধারাবাহিক টিআরপি তালিকায় রাজত্ব করবে। এই টিআরপি তালিকাই ভাগ্য নির্ধারণ করে সমস্ত ধারাবাহিকের এবং সেই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের। এমনকী চ্যানেলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই ধারাবাহিকগুলি।
আর টিআরপির এই বাজারে ভালো ফল করতেই হবে। আর যদি কোনও ধারাবাহিক ভালো ফল না করে তাহলে পিছিয়ে পড়তে হবে। অবশ্যম্ভাবী হয়ে উঠবে বিদায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু ধারাবাহিক টানা ভালো ফল করে চলেছে। তবে এখন এক একটি ধারাবাহিক টানা ভালো ফল করে চলে এমনটা হয়না। এখন ধারাবাহিকে ওপর নীচ চলতে থাকে।
টিআরপির এই লড়াইয়ে গত সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে বিস্তর পার্থক্য দেখা গেলেও চলতি সপ্তাহে কিন্তু দারুণ ভাবে ফিরে এসেছে স্টার জলসা। বাংলা ধারাবাহিকগুলির মধ্যে জি বাংলার কিছু ধারাবাহিক ধারাবাহিকভাবে ভালো ফল করছে। যেমন নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে। গত সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিম ফুলের মধু। তবে এই সপ্তাহে ফের হলো স্থান পরিবর্তন।
আরও পড়ুন: সেনগুপ্ত বাড়িতে খুশির মরসুম, বিপদ কাটিয়ে এক হয়েছে পরিবার! তবুও কেন দীপার নিজেকে বহিরাগত মনে হচ্ছে?
চলতি সপ্তাহের সেরা শিরোপা ছিনিয়ে নিল ফুলকি। দ্বিতীয় স্থানে উঠে এলো কথা, শীর্ষস্থান থেকে একেবারে তৃতীয় স্থানে চলে গেল নিম ফুলের মধু , চতুর্থ স্থানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একসঙ্গে গীতা, কোন গোপনে এবং জগদ্ধাত্রী। এবং পঞ্চম স্থান দখলে রাখল স্টার জলসার শুভ বিবাহ। অর্থাৎ জলসার তিনটি ধারাবাহিক এবং জি বাংলার চারটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। সদ্য শুরু হওয়া ধারাবাহিক তেঁতুলপাতাও কিন্তু ওপেনিং-এ বেশ ভালোই নম্বর পেয়েছে। আগামী দিনে এই ধারাবাহিক টিআরপিতে ভালো ফল করবে বলেই মনে করা হচ্ছে।
BT •• ফুলকি 7.5
2nd •• কথা 6.9
3rd •• নিম ফুলের মধু 6.8
4th •• গীতা, কোন গোপনে, জগদ্ধাত্রী 6.4
5th •• শুভ বিবাহ 6.0