বাংলা বিনোদন জগত প্রতিভাবান নক্ষত্রে পরিপূর্ণ। বছরের পর বছর ধরে যারা নিজ অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে এসেছেন। একাধিক ছবি ও টেলিভিশন পর্দায় কাজ করে শক্তপোক্ত ভিত তৈরি করেছেন টলিউড ইন্ডাস্ট্রির। যাদের ছাড়া বাংলার অভিনয় জগত অসম্পূর্ণ। তেমনি একজন প্রতিভাবান অভিনেতা হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhyay)। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন তিনি।
“সিরিয়াস রাজনৈতিক ছবি তৈরির পরিবেশ নেই”- শাশ্বত চট্টোপাধ্যায়
বছর বছর ধরে বাংলার বিনোদন জগতে একাধিক রাজনৈতিক ছবির ছাপ লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে জনতার সামনে প্রশ্ন রেখেছেন পরিচালকেরা। এর উদাহরণ দিয়ে বলা যায়, সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’-এর কথা। বিনোদনের মধ্যে দিয়ে চূড়ান্ত সত্য তুলে ধরেছিলেন পরিচালক। কিন্তু বর্তমানে বাংলা বিনোদন জগতে সিরিয়াস রাজনৈতিক ছবি হচ্ছে না কেন?
এই প্রশ্নের উত্তরে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে আমাদের দেশে আর সিরিয়াস রাজনৈতিক ছবি তৈরীর জায়গায় নেই। সরকার কে সরাসরি যদি প্রশ্ন করা হয়, তবে সেই ছবিকে চলতে দেওয়া হবে না। যার ভুরি ভুরি উদাহরণ আগেই পেয়েছেন দর্শক। শাশ্বত এরপর বলেন, সারাক্ষণ যদি সরকারের হয়ে কথা বলতেই হয় তাহলে রাজনৈতিক ছবি তৈরি করা কেন?
টলিউডে পরিচালনা করতে চান না শাশ্বত!
সাক্ষাৎকারে অভিনেতার কাছে প্রশ্ন আসে, তিনি পরিচালনা করতে চান কিনা। উত্তরে শাশ্বত বলেন বর্তমানে তিনি কাজের যে পরিবেশ দেখছেন, আর যে ধরনের কাজ দেখছেন তাতে তিনি আর চান না পরিচালনা করতে। বদলে তিনি কৌতুকের অভিনয় করতে চান। তিনি বললেন, মানুষ হাসতে ভুলে যাচ্ছে। তাই তার মনে হয় এটাই প্রধান দায়িত্ব যে মানুষকে হাসানো।
আরও পড়ুনঃ প্রতি’বাদী আন্দো’লনের মুখ হয়েও নারীপা’চারে নাম জড়াল দেবলীনার, প্রশ্নের ঝড় নেটপাড়ায়
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কৌতুকের ছবিতে খুব একটা অংশ দেওয়া হচ্ছে না অভিনেতা শাশ্বতকে। বেশিরভাগ নেগেটিভ চরিত্র পাচ্ছেন অভিনেতা। তবুও মনের মধ্যে আশা পুষে রেখেছেন। আরো নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান।
প্রসঙ্গত উল্লেখ্য, একদা টেলিভিশন পর্দায় দাপিয়ে অভিনয় করলেও পরবর্তীকালে বড় পর্দা এবং
ওয়েব সিরিজেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।