মাত্র ৩০-এ স্তদ্ধ হল জীবন! নিজের বাড়িতেই উদ্ধার জনপ্রিয় টেলি অভিনেত্রীর দেহ

বাংলা ইন্ডাস্ট্রি (Bengali Industry) হোক বা বলিউড বা দক্ষিণ ইন্ডাস্ট্রি বিভিন্ন সময় বিভিন্ন নায়ক-নায়িকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের।‌ অভিনেত্রী দিশা গাঙ্গুলি হোক বা পল্লবী দে জনপ্রিয় নায়িকাদের আমরা হারিয়েছি। আর এবার আর‌ও এক জনপ্রিয় নায়িকার মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও বেশ জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন তার ভক্তরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহনন‌ই করেছেন তিনি। অভিনেত্রীর নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তার মৃতদেহ।

গতকাল অর্থাৎ পয়লা ডিসেম্বর উদ্ধার হয় জনপ্রিয় এই সিনেমা ও টেলিভিশনের নায়িকার। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বেশ নামকরা একজন অভিনেত্রী ছিলেন। শোবিতা শিভান্নার মরদেহ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকেই। জানা গেছে, মাত্র ৩০ বছর বয়সেই প্রয়াত হয়েছেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান আত্মহনন‌ই করেছেন তিনি।

আরও পড়ুন: বরের দেখা নেই, ননদ বউ-বাচ্চা সামলাচ্ছে! সমকা’মিতা দেখানো হচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’তে, হাসির খোরাক স্বয়ম্ভু

স্থানীয় গাছ্ছিবোলি থানার পুলিশ জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা নিজের কোন্ডাপুরের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় উদ্ধার হন। অভিনেত্রী নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলেই অনুমান। ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট ও বন্দনা’, ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’ একাধিক সব কাজের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী‌।

You cannot copy content of this page