বরের দেখা নেই, ননদ বউ-বাচ্চা সামলাচ্ছে! সমকা’মিতা দেখানো হচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’তে, হাসির খোরাক স্বয়ম্ভু

জি বাংলার (Zee Bangla) হিট মেগা সিরিয়ালের ‌তালিকার দিকে চোখ রাখলে প্রথম দিকেই আসবে জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নাম। গত দু’বছর ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই মেগা সিরিয়ালটি চূড়ান্ত সফল। তবে বর্তমানে এই সিরিয়ালের প্লট নিয়ে চরম অসন্তুষ্ট দর্শক। কারণ আর কিছুই নয়, গল্পের মোড় ঘোরাতে এবার কি তবে সমকামিতা ভরসা হল? প্রশ্ন তুলছেন সকলে। জি বাংলার জগদ্ধাত্রীতে লেসবিয়ান সম্পর্ক!

এক সময় লাগাতার বেঙ্গল টপার হওয়া এই মেগা সিরিয়ালটি শীর্ষস্থান হারিয়েছে অনেকদিন। এই ধারাবাহিকটি বেঙ্গল টপারের শিরোপা পাচ্ছে না ঠিকই কিন্তু, প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে। এই ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অসম্ভব ভালো অভিনয় করে দর্শক মন দখল করেছে। ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরাও লাজবাব।

কিন্তু ধারাবাহিকের গল্পেই মূল বিরক্ত দর্শক। যা ইচ্ছে তাই দেখানো হচ্ছে! ধারাবাহিকের গল্পে দেখা যায়, স্বয়ম্ভুর থেকে আলাদা রয়েছে জ্যাস। জগদ্ধাত্রীর বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কিছুই জানেনা স্বয়ম্ভু।‌ সাধারণত দর্শকরা চান সিরিয়ালে নায়ক, নায়িকা একসঙ্গে সমস্ত প্রতিকূল পরিস্থিতি জয় করে চলুক। কিন্তু জগদ্ধাত্রীর গল্পে তা একেবারেই উল্টো।

ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রীর কঠিন সময়ে তাঁর পাশে নেই স্বয়ম্ভু। বদলে রয়েছে বড়দি কৌশিকী। ‌নায়ক, নায়িকার মধ্যে রসায়ন অতীত হয়েছে। জ্যাস-স্বয়ম্ভুর রসায়নের বদলে কৌশিকী আর জগদ্ধাত্রীর সম্পর্কে কেমিস্ট্রি দেখানো হচ্ছে! আর তাই দেখেই বিরক্ত দর্শক।

আরও পড়ুন: কোথায় হারিয়ে গেলেন ‘মাধবীলতা’ ও ‘মুকুট’ খ্যাত নায়িকা শ্রাবণী ভুঁইয়া? তাঁকে আবার টেলিভিশনে দেখতে চান দর্শকরা?

সকলে বলছেন যে, এইভাবে সিরিয়াল চালানোর কি মানে? যেখানে নায়ক নায়িকার মধ্যে রসায়ন নেই, দেখানো হচ্ছে সমকামিতা। ‌ধারাবাহিকের গল্প নিয়ে অসন্তুষ্ট দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। শীঘ্রই গল্প বদলানো হোক, দাবি তুলছেন তাঁরা।