বলাই বাহুল্য এই সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকের দুনিয়ায় টিআরপি (TRP) হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য বিষয়। আসলে ধারাবাহিকের সাফল্য নির্ধারণ করে এই টিআরপি তালিকাই।যে ধারাবাহিকটির যত বেশি টিআরপি তার দর্শক সংখ্যাও তত বেশি। আর তাই এখন সবারই মাথাব্যথা টিআরপি নিয়ে।
দর্শক থেকে শুরু করে কলাকুশলীরা সবাই এখন টিআরপি নিয়ে চিন্তিত। কারণ যে ধারাবাহিকের টিআরপি যত ভালো হবে সেই ধারাবাহিকতায় ততদিন পর্যন্ত রাজত্ব করবে টেলিভিশনের পর্দায়। অন্যথায় হারিয়ে যাবে। শুধুমাত্র টিআরপি কম বলে কত ধারাবাহিক ৩-৪ মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে।
বলাই বাহুল্য কয়েক বছর আগে পর্যন্ত বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে টিআরপি এতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আর তাই কম টিআরপি নিয়েও এক একটি ধারাবাহিক বছরের পর বছর চলতি। তবে এখন ধারাবাহিকের সফলতা অসফলতা সবকিছুই নির্ভর করে এই টিআরপি তালিকার ওপর। যদি কোন ধারাবাহিক টিআরপি তালিকায় চূড়ান্ত সফল হয় তাহলে সেই ধারাবাহিকের টিকে থাকার মেয়াদও বেড়ে যায়।
আরো পড়ুন: “নীলুকে দেখে মনে হচ্ছে গালে দুটো ঠাস ঠাস করে চ’ড় মেরে আসি!” ক্ষোভ খোদ দেবাদৃতার ভক্তদের
মিঠাই পরবর্তী বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের দুনিয়ায় একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছিল অনুরাগের ছোঁয়া। কিন্তু তাকে সরিয়ে দিয়ে রাজত্ব করে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। তবে এখন সেও অতীত। এখন টিআরপির রানী পর্ণা। একমাত্র জলসার গীতা এলএলবি এবং কথা প্রথম পাঁচে দুটি স্থান পেয়েছে। এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে আউট কোন গোপনে মন ভেসেছে।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
BT •• নিম ফুলের মধু ,৮.৩
2nd •• জগধাত্রী ৮.২
3rd •• ফুলকি ৮.০
4th •• গীতা LLB ৭.৯
5th •• কথা ৭.৩