আজ বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফল প্রকাশের দিন। আজ বৃহস্পতিবার। আর আজকের দিনেই প্রত্যেকটি বাংলা ধারাবাহিকের টিআরপি নম্বর প্রকাশ্যে আসে। তবে কোনও কোনও দিন বিশেষ কারণবশত অন্যথা হয়। এই তালিকা দেখেই বোঝা যায় এই মুহূর্তে কোন বাংলা ধারাবাহিক দর্শকদের মনে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছে।
কোন ধারাবাহিক কত নম্বর পেল সেই দিকে দর্শক থেকে কলাকুশলী সবারই তীক্ষ্ণ দৃষ্টি থাকে। বলাই বাহুল্য, বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় কোনও একটি বিশেষ ধারাবাহিকের দাপট দেখা যাচ্ছে এমনটা নয়। এখন বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক এসে জায়গা দখল করছে। জি বাংলা ও স্টার জলসার লড়াইয়ে স্টার জলসাকে পিছনে ফেলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে এখন এগিয়ে জি বাংলা।
শীর্ষস্থান দখলের লড়াই এখন মূলত চলছে জি বাংলার ফুলকি এবং নিম ফুলের মধুর মধ্যে। বিগত কয়েক সপ্তাহ শীর্ষস্থান দখলে রেখেছিল ফুলকি। তবে এই সপ্তাহে জায়গা পরিবর্তন হলো। শীর্ষস্থান দখল করলো পর্ণা। আসলে এখন নিম ফুলের মধু ধারাবাহিকের গল্প দারুণ জমাটি। অন্যান্য ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় প্রথম পাঁচের বাইরে মাঝেমধ্যে বেরিয়ে গেলেও একটি ধারাবাহিক শুরুর পর থেকে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দাপট দেখিয়েছে। আর সেই ধারাবাহিকটির নাম ফুলকি।
যদিও চলতি সপ্তাহে একটু জন্য নিম ফুলের মধুর কাছে হেরে গেল ফুলকি। এই সপ্তাহের শীর্ষস্থান দখল করেছে নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তৃতীয় স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। চতুর্থ স্থানে রয়েছে কথা। এবং পঞ্চম স্থানে জগদ্ধাত্রী।অর্থাৎ চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে বাদ পড়েছে গীতা এলএলবি। প্রথম পাঁচের লড়াইয়ে চারটে স্থান দখলে রেখেছে জি বাংলা মাত্র একটি স্থানে টিমটিম করছে স্টার জলসা।
আরও পড়ুন: জমজমাট অনুরাগ, ভেস্তে গেল দীপার প্ল্যান! ইরাকে ফাঁসাতে গিয়ে নিজেই বিপদে পড়ল দীপা
চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
BT •• নিম ফুলের মধু ৭.২
2nd •• ফুলকি ৭.০
3rd •• কোন গোপনে ৬.৭
4th •• কথা ৫.৯
5th •• জগদ্ধাত্রী ৫.৮