প্রয়াত অভিনেতা ‘অভিষেক চট্টোপাধ্যায়’ (Abhishek Chatterjee) এর কন্যা ‘সাইনা চট্টোপাধ্যায়’ (Saina Chatterjee) বাংলা টেলিভিশনের পর্দায় পা রাখার সঙ্গে সঙ্গেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে ‘রূপা’ চরিত্রে তাঁকে দেখা যেন অনেকের কাছে চমক ছিল। আর এই চরিত্রটিই তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। নিখুঁত সংলাপ বলার ধরন, বয়সের তুলনায় পরিণত অভিনয় আর সহজাত সৌন্দর্য, সব মিলিয়ে একেবারে নজরকাড়া ছিল তার টেলিভিশন আত্মপ্রকাশ।
তবে সেই উজ্জ্বল শুরুর পর অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। বহু দর্শকের মনেই এখন একটাই প্রশ্ন—কোথায় হারিয়ে গেলেন সাইনা? ‘রূপা’ চরিত্রে যে এতটা সফল, তাঁকে আর কেন টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না? এই দীর্ঘ বিরতির পেছনে যদিও অভিনয় থেকে বিরতি নেওয়ার কোনও সিদ্ধান্ত নেই বলেই খবর। বরং অভিনয় জীবনের পাশাপাশি নিজের পড়াশোনাতেও সমান মন দিচ্ছে এখন সাইনা, সেই কারণেই খানিকটা দূরত্ব।
তবে এবার জানা যাচ্ছে, ইতিমধ্যেই একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে তাঁর। নতুন ধারাবাহিকের জন্য নির্মাতারা সাইনাকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন, এমনটাই কানাঘুষো টেলিপাড়ার অন্দরের খবর। যদিও এখনও পর্যন্ত কোন ধারাবাহিকে বা কবে থেকে তাঁকে দেখা যাবে, তা নিয়ে কোনও কিছু জানা যায়নি। কিন্তু ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, খুব শীঘ্রই ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি।
তাও আবার একেবারে মুখ্য চরিত্রে। এখানেই শেষ নয়, নতুন করে ফেরার আগে নিজেকে নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সাইনা। নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে, অভিনয় ও লুক টেস্টেও নাকি অংশ নিচ্ছেন তিনি নিয়মিত। নিজের অভিনয় দক্ষতাকে আরও পরিণত করতে প্রশিক্ষণেও মন দিয়েছেন সাইনা, যাতে দ্বিতীয় ইনিংসে আরও বেশি দাপটের সঙ্গে ফিরে আসতে পারেন তিনি।
আরও পড়ুনঃ ‘দুই দাদুর এক নাতনি!’ সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি পোস্ট করা মাত্রই সমালোচনার মুখে কাঞ্চন মল্লিক!
সব মিলিয়ে, নতুন প্রজন্মের অভিনেত্রীদের তালিকায় সাইনা চট্টোপাধ্যায় যে এক উল্লেখযোগ্য নাম হতে চলেছে, তা বলাই যায়। অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হিসেবে নয়, বরং নিজের অভিনয় গুণেই দর্শকের মন জয় করার লক্ষ্যে এগিয়ে চলেছে সে। দর্শকেরা এখন শুধু অপেক্ষায়, কবে আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন ‘রূপা’, এবার হয়তো আরও বড় স্বপ্ন নিয়ে। আপনারা কতটা আগ্রহী সাইনাকে দেখার জন্য?