‘দুই দাদুর এক নাতনি!’ সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি পোস্ট করা মাত্রই সমালোচনার মুখে কাঞ্চন মল্লিক!

কাঞ্চন মল্লিক, যিনি কিনা বিনোদন জগতের অত্যন্ত এক জনপ্রিয় অভিনেতা। কাঞ্চনকে মূলত দেখা যায় কমেডির চরিত্রে অভিনয় করতে। তবে, টেলিভিশন জগত থেকে শুরু করে সিনেমার পর্দা এমনকি নাটকের মঞ্চেও বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন।

এছাড়াও, বলাই বাহুল্য তার ব্যক্তিগত জীবনের কীর্তিকলাপের জন্য হামেশাই তাকে সমালোচনার জগতে থাকতে দেখা যায়। সম্প্রতি অভিনেতার গতকাল পালন হয়েছে ৫১তম জন্মদিন। প্রসঙ্গত এই জন্মদিনটা আরো অন্যান্য জন্মদিনের থেকে অনেকটা আলাদা।

Sreemoyee Chattoraj, Kanchan Mullick , শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক, tollywood

অভিনেতা সোশ্যাল মিডিয়া পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে রয়েছে কন্যা কৃষভি, স্ত্রী শ্রীময়ী এবং তাদের পরিবার। ইতিমধ্যেই কিছুদিন আগে কাঞ্চনের পরিবারে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে মেয়ের অন্নপ্রাশন। আর, তারপরেই অভিনেতার জন্মদিন। সবটা নিয়েই আনন্দেই সময় কাটাচ্ছেন কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক।

কিন্তু বর্তমানে অভিনেতার জীবনের পরিস্থিতি এমনই তাঁর সুখ থেকে দুঃখ, কিংবা কোনো বিতর্কিত মন্তব্য সবটা নিয়ে এই ট্রোলড হতে দেখা যায় সমাজ মাধ্যমে। আর, তা জন্মদিনেও ব্যতিক্রম হয়নি। জন্মদিনের কিছু মুহূর্ত সমাজ মাধ্যমে পোস্ট করা ফটোতে দেখা যাচ্ছে কখনো তিনি কেক কাটছেন, কখনো তিনি মেয়েকে কোলে নিয়ে রয়েছেন।

অভিনেতার জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করা মাত্রই, বিভিন্ন সমালোচকেরাসহ নানান নেটিজেনরা ভিন্ন মন্তব্যে ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। কারোর মতে, দাদু আর বাবা দুজনেই সেম’। আবার, কেউ বলেছেন ‘জামাই আর শ্বশুর ভাই ভাই’। আরেকজন বলেছেন, ‘দুই দাদুর এক নাতনি’। এই সব ধরনের মন্তব্য মূলত করা হয়েছে তাঁর একরত্তি কন্যা কৃষভিকে লক্ষ্য করে।

আরও পড়ুনঃ স্বামীকে ফিরে পেতে না পেতেই শুরু দাম্পত্য কলহ! আয়ানের দেওয়া উপহার মোহনা ফেরালো শুভকে! মোহনাকে নিয়ে ভুল বোঝাবুঝি বাড়ছে আদি-শুভর মধ্যে! কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? 

কারণ, অনেক সমালোচকদের মতে, যে বয়সে মানুষ দাদু হয় সেই বয়সে উনি আবার বাবা হয়েছেন। এই নিয়ে তোলপাড় নেট দুনিয়া। কিন্তু, এতো নেতিবাচক মন্তব্য কখনই প্রভাব ফেলেনি কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য জীবনে।