সমস্ত বিতর্ক উড়িয়ে মা হতে চলেছেন তিনি! আর এরই মাঝে নতুন শুরুর ঘোষণা ‘মিশকা’ খ্যাত অহনার

বর্তমানের সবচেয়ে আলোচিত খলনায়িকা অভিনেত্রী ‘অহনা দত্ত’ (Ahona Dutta), যিনি ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, যদিও বা এটি খল চরিত্র তাও তিনিই বোধয় সবচেয়ে জনপ্রিয় চরিত্র এই ধারাবাহিকে। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের খবরের জন্য শিরোনামে রয়েছেন। মাস খানেক আগে জানিয়েছেন মা হওয়ার কথা।

মাত্র ২২ বছর বয়সে, তিনি এবং মেকআপ আর্টিস্ট ‘দীপঙ্কর রায়ে’র (Dipankar Ray) প্রেমের সম্পর্ক শুরু হয় ধারাবাহিকের সেটে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তারা আইনি বিবাহ সম্পন্ন করেন, যা প্রকাশ্যে আসে ২০২৫ সালের ১ জানুয়ারি। মার্চ মাসে অহনা তার মাতৃত্বের সুখবর শেয়ার করেন, জানান যে তাদের প্রথম সন্তান অগস্ট মাসে জন্ম নেবে। উচ্ছ্বাসে পেটে পড়েন অনুরাগীরা।

এরপর থেকেই ভক্ত মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। সহ অভিনেতারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। এরপর খবর মেলে তিনি নাকি ধারাবাহিক থেকে বিরতি নিচ্ছে, দর্শকদের এই নিয়ে আফসোসের শেষ নেই। কিন্তু ভক্তদের মন ভালো রাখতে অভিনেত্রী এখন রোজ নিজের জীবনের কিছু অংশ শেয়ার করেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি তিনি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও শেয়ার করেছেন যা ভক্তদের বেশ পছন্দ হচ্ছে।

এদিন সামাজিক মাধ্যমে তিনি একটি বিশেষ টিশার্ট পরিহিত ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল ‘রিলিজিং সুন’ এবং একটি শিশুর ছবি দেখা যায়, যা তার আগত সন্তানের ইঙ্গিত দিচ্ছে। আরো একদিন এই একই ভিডিওতে তিনি একটি কালো স্নান পোশাক থেকে সাদা ওভারসাইজড টিশার্ট এবং হট প্যান্টে পরিবর্তিত হন। টিশার্টে লেখা ছিল ‘উই আর হাঙরি’, যা তিনি এবং তার সন্তানের ক্ষুধার্ত অবস্থার মজার ইঙ্গিত দিচ্ছে।

ভিডিওতে তাকে খাবার খেতেও দেখা যায়, যা তার মাতৃত্বকালীন খাদ্যাভ্যাসের প্রতিফলন। তবে, অহনার এই সম্পর্ক এবং বিবাহ তার মা চাঁদনী গঙ্গোপাধ্যায় মেনে নিতে পারেননি। দীপঙ্কর রায় ডিভোর্সি হওয়ায় এবং বয়সে বড় হওয়ায় চাঁদনী এই সম্পর্কের বিরোধিতা করেন। ফলে মা-মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ “তুমি কাঞ্চনের সংসার ভাঙালে, সন্তানকে তার বাবা হারা করলে, এখন আদর্শ বউ সেজে ঘুরছ?” – শ্রীময়ীকে নিশানা নেটিজেনদের ,পাল্টা জবাবে ফুঁসে উঠলেন অভিনেত্রী!

চাঁদনী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ‘৮৪ লাখ যোনি পার করে আমাদের এই জন্ম, তারপরও যদি কেউ অন্যের চোখের জলের কারণ হয় তাহলে ঘৃণার পাত্র হবার যোগ্যতাও যে তার হারিয়ে যায়’। এই পোস্টে তিনি তার মনের কষ্ট প্রকাশ করেন এবং মা-মেয়ের সম্পর্কের জটিলতা তুলে ধরেন।