ফের ছোটপর্দায় মুখ্যচরিত্রে শিঞ্জিনী! কোন সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন নায়িকা?

‘উমা’ (Uma) ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। শুরু থেকেই তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে বিভিন্ন নেতিবাচক চরিত্রে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তিনি। ‘পঞ্চমী’ ধারাবাহিকে কালনাগিনীর ভূমিকায় তাঁর অভিনয় ছিল প্রশংসিত। এছাড়া ‘সন্ধ্যাতারা’ ও ‘অষ্টমী’ ধারাবাহিকেও অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা শক্ত করেছেন তিনি।

শিঞ্জিনী চক্রবর্তী একজন বহুমুখী প্রতিভার অধিকারী। নায়িকা হিসেবে দর্শক তাঁকে ভালোবেসেছেন ঠিকই, তবে নিজের ইচ্ছেতেই পার্শ্বচরিত্রের দিকে ঝুঁকেছিলেন তিনি। তাঁর মতে, মুখ্য চরিত্র বা পার্শ্বচরিত্র নয়, অভিনয়ের সুযোগ এবং চরিত্রের গভীরতাই আসল। আর সেই ভাবনা থেকেই তিনি একাধিক বৈচিত্র্যময় চরিত্রে কাজ করেছেন।

অনেক দিন পর আবার নতুন প্রোজেক্টে কাজ করলেন শিঞ্জিনী। এবার তিনি অভিনয় করেছেন একটি সিনেমায়, যার নাম ‘ভূতমুখী’। সিনেমাটির গল্প এবং তাঁর চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেশ উচ্ছ্বসিত। অভিনয়টি ছিল তাঁর জন্য একটি বিশেষ অভিজ্ঞতা, কারণ এতে নতুন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন।

নতুন ভূমিকায় শিঞ্জিনী

‘ভূতমুখী’ ছবিটি পরিচালনা করেছেন উমেশ গাঙ্গুলি। নভেম্বর মাসেই এই ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। এটি কোনো প্রথাগত প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে। ফলে সিনেমাটি দেখার জন্য দর্শকদের আগ্রহ এবং উন্মাদনা আরও বেড়েছে।

আরও পড়ুন: শুরুতেই আজগুবি গল্প দিয়ে শুরু হল সিরিয়াল! সাপে কাটার পর নায়িকার কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়

শিঞ্জিনী চক্রবর্তীর মতে, এই সিনেমা তাঁর অভিনয় জীবনের এক নতুন অধ্যায়। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মেও নিজের প্রতিভা তুলে ধরার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। দর্শকের ভালবাসা আর সমর্থনেই তাঁর এই পথচলা আরও সার্থক হবে বলে আশাবাদী শিঞ্জিনী।

You cannot copy content of this page