তারার মুখে সন্ধ্যা আর হুলোবাবুর নাম! পেছন থেকে সব শুনে সত্যিটা জানল আকাশ! আজ তারা সব স্বীকার করবে

এই মুহূর্তে স্টার জলসা নতুন শুরু হওয়া ধারাবাহিক যেগুলি দর্শকদের মন জয় করে নিতে পেরেছে তার মধ্যে অবশ্যই যার নাম না দিলেই নয় তা হলো সন্ধ্যাতারা (Sandhyatara)। নাম থেকে স্পষ্ট দুই মেয়ের কাহিনী যারা দুই বোন তারা এক পুরুষকেই ভালোবাসে এবং তাদের তিনজনকে নিয়ে এই গল্প আবর্তিত হচ্ছে একের পর এক পর্বজুড়ে।

সন্ধ্যা আকাশের বিয়ে

আকাশ তারাকে ভালবাসত এবং তারাও আকাশের ভালোবাসা মেনে নিয়েছিল। অনধিকা আকাশকে দেখে সন্ধ্যা প্রথমেই তার প্রেমে পড়ে যায় এবং পরে তারা সেটা জানতে পেরে নিজের ভালোবাসা ত্যাগ করে নিজের মেজদির জন্য। সন্ধ্যা এসব ঘুণাক্ষরেও জানতে পারেনি এবং অবশেষে দুজনের বিয়ে হয়ে যায়।

আকাশ পিছু নিল সন্ধ্যার

এরপর এক বিশেষ দরকারে তারা আকাশকে ফোন করে এবং তখন আকাশ জানতে পারে তারা রয়েছে কলকাতায়। এরপর সে তারার মুখোমুখি হতে কলকাতায় যায় এবং নিজের স্বামীকে যেতে দেখে তার পিছু নেয় সন্ধ্যা। সেখানে সন্ধ্যা এবং আকাশ দুজনেই পড়ে দুর্ঘটনার মুখে। হাসপাতালে নিয়ে যায় আকাশ এবং সেই খবর পেয়ে ছুটে আসা শ্বশুরবাড়ির লোকজন এবং তার শাশুড়ি। অবশেষে সন্ধ্যাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় আকাশ এমন কি তাকে রক্ত দিয়েছে আকাশ নিজে। আর এইসব দেখে তারা মনে মনে ভাবে যে তার মানে আকাশ সত্যি এবার তাকে ভুলে তার মেজদির প্রতি টান অনুভব করছে।

আজকের পর্ব

এরপরে দেখা যায় আকাশ এবং তারা কোনভাবেই মুখোমুখি হচ্ছে না কিন্তু এমন অনেক পরিস্থিতি তৈরি হচ্ছে। অবশেষে আজকের পর্বে দেখা যাবে যে তারার মুখ থেকে এসো তারা অজান্তেই সমস্ত সত্যি জেনে ফেলেছে আকাশ। আসলে এক মন্দিরে যায় তারা এবং আকাশ এবং সেখানে তারা সঙ্গে তার বড় দিদির কথোপকথন শুনে ফেলে আকাশ যেখানে তারার মুখে সন্ধ্যা এবং হুলোবাবুর অর্থাৎ আকাশের নাম শুনে সে নিশ্চিত হয়ে যায় যে আসলে সে যেই তারাকে ভালোবাসে সেই তারা আসলে সম্পর্কে তার শালী হয় যে সন্ধ্যার বোন।

এরপরেই আড়াল থেকে আকাশ সামনে আসে তারার। আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে তারা এবং তার বড়দিদি। এবার দেখার বিষয় যে তারা কি সমস্ত সত্যিটা স্বীকার করে নেবে আকাশের সামনে এবং সন্ধ্যার সামনে?

You cannot copy content of this page