এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) । এই ধারাবাহিকটি (Serial ) দর্শকদের কাছে ভীষণ রকমের প্রিয় একটি ধারাবাহিক। যারা বাংলা ধারাবাহিকের একনিষ্ঠ ভক্ত তারা কিন্তু এই ধারাবাহিকটি মিস করেন না।
কী হচ্ছে অনুরাগের ছোঁয়ায়?
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বাঙালি দর্শকদের পছন্দের ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। বলা ভালো সূর্য-দীপা, সোনা-রূপার এই গল্প দেখতে কিন্তু দর্শকরা ভীষণ রকম ভালোবাসেন। দীর্ঘদিন যাবৎ এই ধারাবাহিকে একঘেয়েমি দেখানো হচ্ছিল। আর যে কারণে দর্শকরা এই ধারাবাহিক দেখতে বিশেষ পছন্দ করছিলেন না। সমানে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা দর্শকদের চোখে একেবারেই ভালো ঠেকেনি।
দীপা কি সূর্যকে আপন করে নেবে?
আর তাই গল্প ঘুরেছে। সমস্ত সত্যি জেনে গেছে সূর্য। দীপাকে প্রতিনিয়ত অপমান, অসম্মান করা সূর্য এখন ক্ষমা চাইছে দীপার কাছে। তবে দীপা ক্ষমা করবে কিনা কেউ জানেনা। এই গল্পের ভিলেন মিশকা চাইত না সূর্য-দীপা এক হোক। আর সেই কারণেই বারবার সে সম্পর্ক ভাঙার চেষ্টা করে।
মিশকার ভুল বোঝানোর জন্যই এতদিন যাবত সূর্য দীপাকে অবিশ্বাস করত। কিন্তু সূর্যর সমস্ত ভুল ভেঙেছে। সে বুঝতে পেরেছে দীপা নির্দোষ।সূর্য মেয়েদের ডিএনএ টেস্ট করিয়ে জানতে পেরেছে সেই তাদের আসল বাবা। আর এবার সূর্যর সামনে সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে।
আরো পড়ুন: ভূত সলভ করবে পুলিশের কেস! স্টার জলসায় আসছে ভুতুড়ে-অলৌকিক এক ধারাবাহিক!
সূর্যর প্রশ্নবানের সামনে মিশকা!
সূর্য যে জেনে গেছে সে সোনা আর রূপার বাবা সেই কথাটা সূর্য একেবারেই মিশকাকে জানায়নি।সে আঙুল তুলে মিশকাকে সরাসরি বলে তুই তো প্রত্যেকবার আমাকে রিপোর্ট এনে দিয়েছিস আমি যতবার টেস্ট করিয়েছিলাম। কিন্তু কখনই সেইসব রিপোর্ট পজিটিভ আসেনি। কিন্তু কেন? তুই কি করেছিলিস? সূর্যর কথায় ভয়ে পেয়ে যায়। কথা বলা বন্ধ হয়ে যায় তার।
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!