সূর্য দীপার ডিভোর্স হওয়ার পর এই প্রথম মুখোমুখি অর্জুন, ক্ষোভ উগরে দিতে শুরু তুমুল হাতাহাতি

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। সাম্প্রতিক কয়েক সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় ৫ নম্বরে থাকলেও, বিগত প্রায় ১১ মাস বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। গল্পে টুইস্টের অভাবে টিআরপি রেটিংয়ে তাই জোর ধাক্কা খেয়েছে ধারাবাহিকটি। তবে প্রকৃত অনুরাগীদের মধ্যে জনপ্ৰিয়তার রেশ একবিন্দুও কমেনি।।

দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো।

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়ার পর এই প্রথম মুখোমুখি হয়েছে অর্জুন আর সূর্য। আর অর্জুনকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে সূর্য। বাড়ির সকলের সামনে জিজ্ঞেস করে,”কে হয় এ? বন্ধু? নাকি মোর দ্যান ফ্রেন্ডস।” বলেই অর্জুনের কলার ধরে ঝাঁকাতে থাকে সূর্য।

আজ যে কারণে দীপা সূর্যের থেকে এত দূরে চলে গিয়েছে, তার জন্য তো এই লোকটাই দায়ী। আজ সূর্য তাঁর সন্তানদের থেকে দূরে। আজ অর্জুন দীপার জীবনে না থাকলে হয়তো নিজের পরিবার ফিরে পেত অর্জুন। এতটাও দূরে চলে যেতে হত না দীপার থেকে। মেয়েদের কাছেও আদরের বাবাই হয়ে থাকতে পারত সূর্য।

এসবের মধ্যেই উর্মি যখন বলে অর্জুন দীপার ভালটাই চায়। অন্য সবার মত খারাপটা চায় না তখন আরও তেতে ওঠে সূর্য। বলে, “এত ভাল বোঝে ও দীপার?” দুজনের মধ্যে শুধু মারামারিটাই বাকি থাকে আর কী! প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগল পড়েছে নেটদুনিয়ায়। নতুন কী টুইস্ট আসছে ধারাবাহিকের গল্পে? তাই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুদীপার অনুরাগীরা।

You cannot copy content of this page