Guddi: শিরিনের সংসার ভাঙার জন্য কিছুটা হলেও তুমি দায়ী আর তোমার সংসার ভাঙার জন্য অনুজ দায়ী! গুড্ডির মুখের উপর সত্যি কথা বলে দর্শকের চোখে যুধাজিত এখন নায়ক

বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো ‘গুড্ডি’। যেটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালো কথার থেকে বেশি কটাক্ষ বা সমালোচনায় দেখতে পাওয়া যায়। তবে ধারাবাহিকের নায়কের চরিত্রটিকে দর্শক একেবারেই পছন্দ করতে পারেনা। বলা যেতে পারে অনুজকে দেখে এবং তার কাজকর্ম দেখে রীতিমত বিরক্তদর্শক। তবে সম্প্রতি গুড্ডির চরিত্রটিকেও আর পছন্দ করে উঠতে পারছে না কেউ।

এতদিন সকলে অনুজের দোষ দেখতো কিন্তু এবার অনেকেই বুঝতে পারছে যে অনুজের সাথে সাথে গুড্ডিও কিন্তু সমান দোষী। আর এই কথা কখনোই কেউ বলেনি তাকে। আসলে গুড্ডি সব সময় বলে, যে তার সংসার ভাঙার পিছনে শিরিনের হাত রয়েছে কিন্তু আদতে তা নয় অনুজ যদি নিজের জায়গায় ঠিক থাকতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না। আবার এখন শিরিনের ঠিকঠাক সংসার না করার পেছনেও বেশ কিছুটা হাত রয়েছে গুড্ডির। আর এই কথাগুলো এবার গুড্ডির মুখের ওপর বলল যুধাজিৎ। আর তাই যুধাজিতের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এটাকে বলে Hero Material

গল্পের Hero যদি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে না জানে তাহলে সে কিসের Hero

যুধাজিৎ যেমন নিজের মায়ের সম্মান রাখতে আজকে বিয়ের থেকে সরে এলো ওদিকে গুড্ডির হাতও কিন্তু ছাড়লো না

Hero কি করবে না করবে সেটায় নিজেই confused থাকে তাহলে বিরক্তিকর লাগে Hero হবে স্পষ্টবাদী

যুধাজিৎ এর আজকের কথাটা ‘মাঝ পথে তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য তোমার হাত ধরিনি এতটা কাপুরুষ আমি না এভাবে আমার মা আমাকে মানুষ করেনি’

ঠিক hostel অবধি পৌঁছে দিতে গেল

আর গুড্ডিকে ঠিক কথাটা ওর মুখের উপর বলেছে আজ যুধাজিৎ

গুড্ডির মতে ‘ও শিরিনের সংসার ভাঙেনি বরং শিরিন ওর সংসার ভেঙেছে’

যুধাজিৎ দারুণ উত্তর দিয়েছে ‘এটা তর্ক সাপেক্ষ.. যদি মেনেনি শিরিন তোমার সংসার ভাঙ্গার জন্য পরোক্ষভাবে দায়ী কিন্তু অনুজ যদি নিজের জায়গায় ঠিক থাকতো তাহলে কি শিরিন এর পক্ষে তোমার সংসার ভাঙা সম্ভব ছিল?? শুধু শুধু তৃতীয় ব্যক্তি কে দায়ী করছো… আর শিরিন তোমার সংসার ভাঙলে আজ যে শিরিন সুখি নয় বা সুখে শান্তিতে সংসার করতে পারছে না তার জন্য পরোক্ষ ভাবে হলেও তুমি দায়ী গুড্ডি.. শুনতে খারাপ লাগলেও এটা সত্যি’

গুড্ডির মুখের উপর এই সত্যি টা বলার মত একজনের খুব প্রয়োজন ছিল..যুধাজিৎ নায়ক হোক বা না হোক একটা ভালো বন্ধুর মতো ভুলটা ধরিয়ে দিয়েছে

কাল sir ও একই কথা বলবে গুড্ডিকে নয় অনুজের সাথে সংসার করো নাহলে ওদের সুখে সংসার করতে দাও”

You cannot copy content of this page