কখনো রাধিকা আর কখনো অনির্বাণ হাসপাতালে! কখনো রাধিকার বাবা আর কখনো পোখরাজের কাকা জেলে! তিতিবিরক্ত দর্শক

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’। তবে গল্পের শুরুতে যে নায়ক ছিল, এখন সেই নায়কের জায়গা যখন করেছে অন্যজন। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। বর্তমানে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে অনেকটাই। ধারাবাহিকের প্রথমদিকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের।

পরবর্তীকালে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন দুজনে আলাদা হয়ে যায়। তারপরই গল্পে এন্ট্রি নেন ড: অনির্বান। গল্প ঘুরে যায় ড: অনির্বান ও রাধিকার দিকে। আর তখনই খেপে ওঠে পোখরাজ ভক্তরা। দুজনের জীবনই এগোয় ভিন্ন ভিন্ন দিশায়। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহ। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। এমনকি রাধিকার সঙ্গে ড: গুহর বিবাহ ঠিক হয়। এরপরই দর্শকদের মনে এটাই প্রশ্ন জাগে ধারাবাহিকের আসল নায়ক কে!

দর্শক চেয়েছিলেন, পোখরাজ ও রাধিকাকে মেন্ লিডে রেখেই দুই ভিন্ন প্রান্তে এগোক ধারাবাহিক। কিন্তু তা হয় না, বর্তমানে শুধুই রাধিকার গল্পই দেখিয়ে যাচ্ছেন লেখিকা। ধারাবাহিকের লিড রোলে ছিল পোখরাজ। এদিকে বর্তমানে তাকে পুরোপুরি সাইড করে দিয়েছে। তবে কি মোহরের দ্বিতীয় পার্ট দেখানো হচ্ছে। একবার রাধিকা অসুস্থ হচ্ছে, অনির্বান সুস্থ করছে, একবার অনির্বান অসুস্থ হচ্ছে রাধিকা সুস্থ করছে।

কখনো রাধিকার বাবা জেলে আবার কখনো পোখরাজের কাকারা জেলে, এখন আবার রাধিকা হাসপাতালে। দিন দিন গল্প বোরিং হয়ে উঠছে বলে দাবি ‘এক্কা দোক্কা’র দর্শকদের। আবার অনেকেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন। গল্পের এন্ডিং কেমন হবে, তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। তবে এতটাই গল্প বোরিং হয়ে উঠেছে যে ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে নেমে গিয়েছে।

You cannot copy content of this page