গুরুতর আহত! পা ফুলে ঢোল! তিরন্দাজি ছাড়তে হলো ‘রাঙামতি’ মনীষাকে? তবে কি এবার দেখা মিলবে নতুন নায়িকার?

বাংলা টেলিভিশনের উদীয়মান অভিনেত্রী ‘মনীষা মণ্ডল’ (Manisha Mondal) মুর্শিদাবাদের মেয়ে, যিনি মঞ্চে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamotir Tirandaj) -এ প্রধান চরিত্রে অভিনয় করছেন, যেখানে তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করেছে। নিজের স্বতন্ত্র অভিনয় শৈলীর মাধ্যমে তিনি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন।

‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকটি এক সংগ্রামী নারীর গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেখানে সমাজের নানা বাধা অতিক্রম করে একজন তরুণী নিজের স্বপ্নপূরণে এগিয়ে যায়। মনীষা এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন, যার মধ্যে আত্মবিশ্বাস, লড়াই ও স্বাবলম্বী হয়ে ওঠার দৃষ্টান্ত ফুটে উঠেছে। তাঁর চরিত্রটি একাধারে আবেগপ্রবণ, আবার দৃঢ়চেতা, যা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে।

Bengali actress

সম্প্রতি, নতুন বাড়ি খুঁজতে গিয়ে অতিরিক্ত হাঁটাহাঁটির কারণে মনীষার পা ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভব করেন। ফলে, তিনি বর্তমানে শয্যাশায়ী এবং বিশ্রামে রয়েছেন। নিজের ভাড়া বাড়িতে একা থাকায়, অসুস্থ অবস্থাতেও তাঁকে নিজেই রান্না ও অন্যান্য কাজ করতে হচ্ছে। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান কাজে সূত্রে তাঁকে কলকাতায় থাকতে হচ্ছে। দক্ষিণ কলকাতায় একটি বাড়িতে তিনি ভাড়া নিয়েছেন। সেখানে একাই থাকেন।

আরও পড়ুনঃ “বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে”, কলকাতায় ফিরে তীব্র আতঙ্কে দেবচন্দ্রিমা! কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী?

তাই যতই অসুস্থতা থাক না কেন সমস্ত কাজই নিজেকে করতে হয়। রবিবার শুটিং থেকে ছুটি পেয়েছেন কিন্তু অসুস্থতার জন্য বাড়ি থেকে বেরোতে পারেননি। অগত্যা ছোট পর্দায় ইন্ডিয়ার খেলা দেখেই কাটিয়েছেন সারাদিন। আগামী সোমবার থেকে শুটিংয়ে ফেরার কথা থাকলেও, সুস্থতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন মনীষা। তাঁর দ্রুত সুস্থতা কামনায় ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন।

You cannot copy content of this page