ধারাবাহিকের পাশাপাশি ধারাবাহিকের তারকারাও দর্শকদের প্রিয় হয়ে ওঠে। আবার কিছু তারকা তো দর্শকদের বাড়ির মেম্বার হয়ে উঠেছে। ধারাবাহিকে তাদের ভালো-খারাপ তাই বেশ প্রভাব ফেলে ভক্তদের উপর। এমনকি কিছু তারকাদের জন্যই যেন ধারাবাহিক টিকে রয়েছে। সেই তারকা ছাড়া যেন ধারাবাহিকটি অচল।
এরূপ বড় উদাহরণ পেয়েছি ‘মিঠাই’তে। উক্ত ধারাবাহিকে যখন নায়িকা মিঠাই মারা যায়, তখন দর্শকদের এতো বেশি তাকে ফিরে পাওয়ার চাহিদা ছিল, যে সেই চাপে লেখিকা মিঠাই-কে ফিরে আনতে বাধ্য হয়। তবে তা সর্বদা সম্ভব নয়। বর্তমানে ‘গাঁটছড়া’র একই অবস্থা। নায়িকা খড়ি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে।
আর প্রিয় নায়িকার মৃত্যুতে ‘গাঁটছড়া’র প্রোডাকশনের উপর খেপে উঠেছে দর্শক। এরআগে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃনার মৃত্যুতেও দর্শকরা লেখিকার উপর ক্ষিপ্ত হয়। এরূপ প্রিয় নায়িকাদের হারাতে দেখে ধারাবাহিকের উপর মায়াও চলে যেতে দেখা যায় দর্শকদের। তবুও গল্পকে নতুন মোড় দিতে এরূপ কিছু পর্ব নিয়ে আসা হয়।
কিছু ধারাবাহিক নায়ক বা নায়িকার মৃত্যু দেখিয়ে বড় লিপ নেয়, আবার কিছু ধারাবাহিক ইতি টানে। আর তা দেখেই দর্শকদের বক্তব্য, ধারাবাহিক পছন্দ হলেও কারোর উপর মায়া পড়তে নেই বা কাউকে এতো ভালোবাসতে নেই। দর্শকদের মতে, ধারাবাহিকের সবচেয়ে ভালোবাসার মানুষগুলোর মৃত্যু এনেই বড় ট্যুইস্ট আনার চেষ্টা করে লেখক-লেখিকারা।

যাতে মানুষ সেই ধারাবাহিক নিয়ে বেশি চর্চা শুরু করে। তাই ভালোবাসা অপরাধ বলে মনে করেছেন এক দর্শক। বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়িকে হারিয়ে বেশ রেগে ভক্তরা। আবার শোনা যাচ্ছে, ‘বালিঝড়’ ধারাবাহিকেও ঝোরার মৃত্যু এনে ধারাবাহিককে শেষ করা হবে।






“ও মাই গড! এমন গ্ল্যামারাস প্রযোজক, কাঞ্চন ভীষণ মিস করছে!” শ্রীময়ীর ভাইরাল মন্তব্য ঘিরে ফের শোরগোল! ‘এমন একটা স্ত্রী হলে আর চিন্তা নেই, নির্লজ্জের মতো স্বামীর জন্য নতুন সুন্দরী খুঁজতে বেরিয়েছে!’ ‘তিনটে বিয়ে করেও শখ মেটেনি! আরও গ্ল্যামারের মেয়ে দরকার?’ কটা’ক্ষবিদ্ধ কাঞ্চনপত্নী!