বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তের সর্বাপেক্ষা জনপ্রিয় ধারাবাহিকের নাম অবশ্যই জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভীষণ রকমের প্রিয়। যদিও খানিকটা হলেও একঘেয়েমির কারণে টিআরপি তালিকায় নম্বর কমেছে এই ধারাবাহিকের। কিন্তু জনপ্রিয়তায় ঘাটতি বা খামতি আসেনি।
গল্পে নতুন নতুন চমক এনে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করেই চলেছে এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকটিতে দীর্ঘদিন ধরে একঘেয়ে প্লট দেখানো হচ্ছে। সোনা-রূপার জন্মকে কেন্দ্র করে এবং সূর্যর দীপাকে ভুল বোঝাকে ঘিরে এই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে।
সূর্য ভেবেছিল সে দীপাকে কষ্ট দেবে। আর তাই দীপার থেকে দুই মেয়েকে সে আলাদা করে দেওয়ার চেষ্টা করে। আর সেই জন্যই নিজের দুই মেয়েকে নিয়ে কাউকে কিছু না বলে সে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু নিজের দুই মেয়েকে কাছে পেতে স্কুল খুঁজে দীপা চলে আসে সোনা-রূপার স্কুলে। কিন্তু সূর্য যদি কিছু করে বসে এই ভয়ে সোনা-রূপা দীপাকে নিজের মা বলে অস্বীকার করে। সিস্টার মার্গারেট রীতিমতো অপমান করে দীপাকে। স্কুলে রীতিমতো অপমানিত হয়ে নিজের মনের দুঃখে হাঁটতে থাকে দীপা। দুই সন্তান ছাড়া তো তার জীবনে বেঁচে থাকার আর কোনও মানে নেই। এই সময় এই সব ভাবতে ভাবতে রাস্তার মাঝখানে চলে আসে দীপা। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে দীপাকে।
লরির ধাক্কায় রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দীপা। এরপর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সব ঘটনা জানতে পেরে ছুটে আসে সূর্য। নিজেকে অপরাধী মনে হতে থাকে তার। দীপার চিকিৎসা নিজের হাতে করে সূর্য। এরপর দীপাকে একটি ইঞ্জেকশন দেয় সূর্য। আর তাতেই জ্ঞান ফেরে দীপার। সূর্য আশ্বস্ত হয় এটা ভেবে যে দীপা বিপদমুক্ত। যদিও অপরাধ বোধ তার কমে না। সে দীপার কাছে ক্ষমা চেয়ে নেয়।
সূর্য কী দীপাকে মেনে নিতে পারবে? সে কি জানতে পারবে সমস্ত সত্যি? এই ধারাবাহিকের সাম্প্রতিক একটি প্রোমোতে দেখা গেছে সূর্যর ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। সূর্য জানতে পেরে গেছে সোনা-রূপা তারই সন্তান। সে বুঝে গেছে মিশকা তার সঙ্গে প্রতারণা করেছে। এরপর ছুটে গিয়ে সে দীপার কাছে ক্ষমা চায়। দীপা কি সূর্যকে ক্ষমা করে দিয়ে আবারও সুস্থ জীবনে ফিরে যাবে?