সূর্যর কাছে রূপাকে দত্তক নেওয়ার আবেদন কবীরের! ধামাকা পর্ব ফাঁস

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অবশ্যই অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় হ‌ওয়ার কারনেই টিআরপি তালিকায় (TRP list) দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছে এই ধারাবাহিকটি। কিন্তু বিগত দুই সপ্তাহব্যাপী টিআরপিতে বেশ‌ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি।

 কি পর্ব আসতে চলেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়?

এই মুহূর্তে প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে গিয়ে ঠেকেছে এই ধারাবাহিক। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে মিলন দেখানোর দাবি দর্শকরা করলেও তাতে বিশেষ কর্ণপাত করেননি নির্মাতারা। দর্শকদের চোখে একঘেয়ে হয়ে উঠেছে এই ধারাবাহিক। আর তাই ফের জনপ্রিয়তার পাওয়ার লক্ষ্যে গল্পে আসতে চলেছে ধামাকাদার চমক।

উল্লেখ্য, এবার এই ধারাবাহিকে দেখানো হবে দীপার মৃত্যু ঘটেছে। মা হারা হয়েছে সোনা-রূপা। যে কবীরকে সন্দেহ করে দীপা গোটা জীবন ভুল বুঝে গেল সূর্যকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে ভুল ভেঙেছে তার। অপরাধবোধ ছিঁড়ে খাচ্ছে তাকে।

 কবীরের হাতে রূপাকে কি তুলে দেবে সূর্য?

এই পরিস্থিতিতে কবীরের স্ত্রী কবীরকে বলে দীপা তো আর নেই। আর আমাদেরও তো কোন‌ও সন্তান নেই। আমরা তো সিদ্ধান্ত নিয়েই রেখেছি আমাদের সমস্ত সম্পত্তি আমরা রূপাকে দিয়ে যাব। তাহলে সূর্যকে বলে আমরা কি রূপাকে দত্তক নিতে পারি না?

স্ত্রীর এই প্রস্তাব শুনে কবীর অনিচ্ছা সত্ত্বেও সূর্যের কাছে গিয়ে রূপাকে দত্তক নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সূর্য এক প্রস্তাব নাকচ করে দিয়ে কবীরের কাছে ক্ষমা চেয়ে বলে সে অনুতপ্ত। কিন্তু রূপাকে সে ছাড়তে পারবে না। যদি কবীর চায় তাহলে সে সোনা-রূপাকে তাদের বাড়িতে মাঝেমধ্যেই ঘুরতে নিয়ে যাবে। তা অনুরাগের ছোঁয়ায় যদি এইরকম গল্প দেখানো হয় তাহলে কেমন লাগবে আপনাদের?

You cannot copy content of this page