অনুরাগের ছোঁয়ায় ধন্ধুমার!বিয়ের পিঁড়ি থেকে তিস্তাকে টেনে তুললো দীপা, রুদ্রমূর্তি দেখে হতবাক সকলে!

টাকার লোভে মত্ত ভিক্টর। তিস্তার অসহায়তা আর একাকিত্বের সুযোগ নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে সে। যদিও সেনগুপ্ত বাড়ির ছোট মেয়ে তিস্তাকে বাঁচাতে তৎপর দীপা। ভিক্টর আর তিস্তাকে খুঁজতে খুঁজতে সে হাজির হয়েছে এক মন্দিরে। ফেসবুক লাইভ দেখে অর্জুনও কনফার্ম হয় সে তিস্তা আর ভিক্টর কোনো এক মন্দিরে বিয়ে করতে গেছে।

এই মন্দিরেই তিস্তা আর ভিক্টর বিয়ের করছে। দীপা কি পারবে ঠিক সময়ে এসে ভিক্টর আর তিস্তার বিয়ে রুখতে? তিস্তার বড় সর্বনাশ হওয়ার থেকে তাকে রক্ষা করতে? এই নিয়েই চলছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)

সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপ থেকে তিস্তাকে রীতিমতো টেনে তুলে এনেছে দীপা। তার এক কথা। ভিক্টর ভাল ছেলে নয়। সে শুধু অভিনয় করছে তিস্তার সঙ্গে। কিন্তু প্রেমে অন্ধ তিস্তা কিছুতেই বুঝতে পারে না দীপার কথা। ভিক্টরকে কান্নাকাটি করতে দেখলেই বারবার দুর্বল হয়ে পড়ছে সে। এমতাবস্থায় রীতিমতো টানা হেঁচড়া করে তিস্তাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে দীপা।

এদিকে, এসব অহরহ ফেসবুকে লাইভ করে দেখাচ্ছে ভিক্টর। সে তার দর্শকদের বোঝাতে চায় সে তিস্তাকে ভালোবাসে। কিন্তু তাকে তিস্তার থেকে আলাদা করছে সেনগুপ্ত পরিবার। ভিক্টরকে তিস্তার জন্য এমন দিশেহারা দেখে তাকেই সমর্থন করেন নেটিজেনরা। তারা সেনগুপ্ত বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তিস্তাকে নিয়ে দীপা বাড়ি ফিরলে, তিস্তা পরিবারের সকলের কাছে কান্নাকাটি করতে থাকে ভিক্টরের কাছে ফিরে যাওয়ার।

দীপা সেনগুপ্ত বাড়ির সকলকে বোঝানোর চেষ্টা করেন ভিক্টর ছেলেটি ভাল নয়। তার উদ্দেশ্য খারাপ। সে তিস্তাকে কোনো খারাপ মতলবে বিয়ে করতে চাইছে। আর তিস্তা নিজের একটা ভুল ঢাকতে, অন্য ভুলে পা দিচ্ছে। এসব শুনে দীপার উপর চটে যান লাবণ্য সেনগুপ্ত। দীপাকে সরাসরি বলেন, দীপার সঙ্গে সূর্যের ডিভোর্স হয়ে গেছে। সূর্যও চলে গেছে। এখনও দীপা এই পরিবারের থেকে চায়টা কি?

লাবণ্য আরও বলেন, দীপা যেন তাকে ‘মা’ বলে না ডাকে। সে আর এই বাড়ির কেউ না। সব সম্পর্ক আদালতেই চুকেবুকে গেছে। অন্যদিকে, এসব ঘটনা জেলে বসে শুনে বেশ আনন্দ হয় মিশকার। সেনগুপ্ত বাড়ির সর্বনাশ ছাড়া সে আর কিছু চায় না। পাপাইয়ের ফোনে তাই ভিক্টর আর তিস্তার বিয়ের কেচ্ছা দেখে সেভাবে যা চলছে একদম ঠিকঠাক চলছে। তার পাপাই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে মিশকার অপমানের বদলা নিতে।

You cannot copy content of this page