রূপাকে সুস্থ করতে হাতের আংটি বিক্রি করল দীপা! মানসিক ভারসাম্য হারাচ্ছে লাবণ্য! কাপুরুষ সূর্যর প্রতি রাগ বাড়ছে দর্শকদের

স্টার জলসার (Star jalsha) পর্দায় একমাত্র ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। মাঝে গল্প কিছুটা ঢিমেতালে চললেও, বিগত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকটির টিআরপি নজরকাড়া। ফের তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই মেগা ধারাবাহিক। এই মুহূর্তে, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দীপা। ধারাবাহিকের প্রত্যেক সদস্যের জীবনে নেমে এসেছে সংকট।

বিরল রোগে আক্রান্ত রূপা। মেরুদণ্ডের নিচে একটি টিউমারের হদিশ মিলেছে তার। যা মেরুদণ্ডের রস শোষণ করে নিচ্ছে। হাতে সময় বেশি নেই। সত্বর চিকিৎসা না করালে বড় কোনো অঘটনও ঘটে যেতে পারে। দীপা নিজের মেয়ের সুস্থতার জন্য লড়াই জারি রেখেছে প্রতিনিয়ত। অর্জুন নিজের চরম আর্থিক সংকটকে থেকেও দীপার পাশে দাঁড়িয়ে।

রূপার চিকিৎসার খরচ জোগাতে একের পর এক সোনার গয়না বিক্রি করে দিচ্ছে দীপা। সঙ্গে চলছে ফুলের ব্যবসা। উপার্জন বাড়াতে হোম ডেলিভারির ব্যবসাও চালু করতে চলেছে সে। তবে রূপার চিকিৎসার জন্য এক কোটি পঁচিশ লক্ষ টাকার জোগাড় করা যে প্রায় অসম্ভব তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে।

দীপা ঠিক করেছে সে কাগজে বিজ্ঞাপন দেবে। গোটা দেশের প্রথম সারির সংবাদপত্রে আর বিদেশেও। দীপার সন্দেহ সূর্য বিদেশে থাকলেও থাকতে পারে। কারণ তার বরাবরের ইচ্ছে মেয়েদের বিদেশে নিয়ে গিয়ে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে। তাই দুই মেয়ের জন্য পাসপোর্টও বানিয়ে রেখেছে সে।

অন্যদিকে, লাবণ্য সেনগুপ্ত নিজের সূর্যের শোকে দিগ্বিদিক জ্ঞান শূন্য। ছেলের চিন্তায় শরীরের এমন হাল করেছেন যে পেসার বেড়ে সেরিব্রাল স্ট্রোক অবধি গড়াতে পারত। আর অন্যদিকে সূর্য এসবের কিছুর সঙ্গেই অবগত নয়। চেষ্টা করেছে নতুন পরিবেশে নতুন মানুষজনদের সাথে নতুন ভাবে বাঁচার।

 

 

 

Back to top button