মেয়ের কষ্ট দেখে আঁতকে উঠলেন দীপার বাবা! জামাইষষ্ঠীর দিন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছেতাই কাণ্ড সেনগুপ্ত বাড়িতে

Anurager Chhowa Today Episode: স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। শুরু হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক, কারণ সূর্য-দীপার সম্পর্কের সমীকরণ। বারবার সম্পর্কে চড়াই-উৎরাই এসেছে। কখনও কাছে এসেছে সূর্য-দীপা। কখনও দূরে সরেছে। কিন্তু এক হয়নি।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৫ই জুন (Anurager Chhowa Today Episode 15th June)

এই মুহূর্তে গল্পে জামাইষষ্ঠীরে আবহ। ভিক্টরকে জামাইষষ্ঠী দিচ্ছে অনুজা। বাড়িতে হাজির দীপার বাবাও। সূর্য-জয় দুজনের জন্যই পাঞ্জাবি এনেছেন তিনি। তবে সেই পাঞ্জাবি হাতে তুলে দেওয়ার আগে যারপরনাই খুশি সূর্য। কারণ সে হাতে পেয়েছে মিষ্টির প্যাকেট। সকলের সঙ্গে ভাগ করে মিষ্টি খাচ্ছে সে।

Anurager Chhowa Today Episode 7th June

এদিকে, ইরাকেও টক্কর দিতে হবে দীপাকে। তাই থালা ভর্তি রান্না করে সূর্যের সামনে এনে রেখেছে সে। দীপার বাবাকে সপাটে বলে, দীপার ডিভোর্স হয়ে গেছে। ইরা সূর্যের বিয়ে করা স্ত্রী। এমতাবস্থায় কোনও রকম অধিকার দীপা বা দীপার বাবার থাকতে পারে না।

ইরাকে সেনগুপ্ত বাড়িতে দেখে উত্তেজিত হয়ে পড়ে দীপার বাবা। নিজের মেয়ের কষ্টকর দশা আর চোখে দেখা যাচ্ছে না। দিনের পর দিন ব্যবহৃত হয়ে চলছে সেনগুপ্ত বাড়ির সকলের দ্বারা। বদলে না পেয়েছে সম্মান, ভালোবাসা, মর্যাদা অধিকার। এ নিয়ে এক চোট কথা কাটাকাটি হয় লাবণ্য, অনুজা ও প্রবীরের সঙ্গেও।

আরও পড়ুনঃ পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবে! রোম্যান্টিক শ্যুটিংয়ের মাঝে দুষ্টু-মিষ্টি ঝগড়া রাই অনির্বাণের!

তারপরই এলিয়ে পড়েন প্রবীরবাবু। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করায় হাসপাতালে চিকিৎসাধীন করা হয় তাকে। সূর্যও দীপার বাবার এমন অবস্থা দেখে অস্থির হয়ে ওঠে। যদিও, সে বলে দীপার বাবাকে মাইল্ড অ্যাটাক হয়েছে। এরপর কোনদিকে বইবে ধারাবাহিকের গল্প? জানতে হলে চোখ রাখুন স্টারের পর্দায়।

Back to top button