স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে আলাদা জনপ্রিয়তা লাভ করেছে। সূর্য আর দীপার মিলন-বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি কিংবা পুনর্মিলন— সবকিছু নিয়ে ধারাবহিকটি গত তিন বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব করছে। চলতি বছরের শুরুতে ১০০০ পর্বের গণ্ডি পার করেছে এই ধারাবাহিক, যা বাংলা টেলিভিশনের ইতিহাসে বিরল একটি মাইলস্টোন। তবে গল্প যত এগিয়েছে, দর্শকের ধৈর্যের সীমাও যেন ততটাই পরীক্ষা নিয়েছে।
অনেকের মতে, গল্পের বর্তমান ধারা বাস্তবতা থেকে এতটাই দূরে চলে গেছে যে, মেনে নেওয়া কঠিন হয়ে উঠছে। গল্পে সময় এগিয়ে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু চরিত্ররা যেন সময়ের ছোঁয়াই পাচ্ছে না। সূর্য-দীপার যমজ সন্তান সোনা ও রূপা এখন বিবাহিত, অথচ তাদের বাবা-মায়ের চেহারা বা বয়সে কোনও পরিবর্তন চোখে পড়ছে না। এমনকি অনেক দর্শকের মতে, সোনা-রূপা আর তাদের বাবা-মাকে দেখে মনে হয় যেন সবাই সমবয়সী। এর ফলে ধারাবাহিকের প্রতি এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।
এদিকে সূর্য-দীপা সম্পর্কের টানাপোড়েনও যেন শেষ হতে চাইছে না। কিছুদিন একসঙ্গে থাকে, তো আবার আলাদা হয়ে যায়, তারপর আবার মিলে যায়! গল্পের এই পুনরাবৃত্তি নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন বহুদিন ধরেই। তবে দীপার চরিত্রে অভিনয় করা স্বস্তিকা ঘোষ দর্শকের কাছে এখনও অন্যতম প্রিয় মুখ। অনেকে মনে করেন, সূর্যের উপস্থিতি ছাড়া দীপার চরিত্র অসম্পূর্ণ হলেও, স্বস্তিকার পর্দায় উপস্থিতি একাই ধারাবাহিককে টিকিয়ে রাখছে।
অন্যদিকে সূর্যের ভূমিকায় থাকা দিব্যজ্যোতি দত্ত ইতিমধ্যেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। যদিও তিনি আগেই বলেছিলেন ধারাবাহিক ছাড়বেন না, কিন্তু সম্প্রতি খোলাখুলিভাবেই জানিয়েছেন যে এবার তিনি সরে দাঁড়াতে চলেছেন। এই খবরে সূর্য-দীপা ভক্তদের মধ্যে সমাজ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, “নতুন প্রজন্মের গল্প আসা ভাল, গল্প এগোনো দরকার, তবে নায়কের অনুপস্থিতি গ্রহণ করা মুশকিল।” আবার কেউ মনে করছেন, “এটাই ধারাবাহিকের স্বাভাবিক গতি, দর্শককে গ্রহণ করতে হবে।”
আরও পড়ুনঃ “কাঞ্চন খুব ক’ষ্টে আছে, ছেলের সঙ্গে দেখা করতে দেয় না পিঙ্কি!” “মা-ই ওশের মনে বাবা সম্পর্কে বিরূপ ধারণা ঢুকিয়েছে…ওদের যেটা হল, সেটার জন্য পিঙ্কি দায়ী!”— স্বামীর দুঃখ নিয়ে পিঙ্কিকে পরোক্ষে দো’ষারোপ করতে গিয়েই মুখ খুলে আবারও বিতর্কে শ্রীময়ী!
তবে অনেক দর্শকই দিব্যজ্যোতির চলে যাওয়ায় স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। একজন এমনকি মন্তব্য করেছেন— “নতুন চরিত্র, নতুন গল্প সব মেনে নেওয়া যায়, কিন্তু স্বস্তিকা থাকবেন অথচ দিব্যজ্যোতি থাকবেন না, এটা মানা যায় না। তার থেকে বরং দুজনই না থাকে ভালো।” সব মিলিয়ে ‘অনুরাগের ছোঁয়া’ এখন এক অদ্ভুত সঙ্কটে দাঁড়িয়ে। একদিকে দীর্ঘদিনের জনপ্রিয়তা আর সাফল্য, অন্যদিকে তবে নতুন মোড় দর্শকদের টেনে রাখবে কি না, সেটা সময়ই বলে দেবে।
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!