সন্ধ্যার পাগলামিতে বিরক্ত হওয়া আকাশ আজ সন্ধ্যার পাগলামিতেই খুশি! তারাকে ভুলে ‘ড্রামা কুইন’কেই কাছে টেনে নেবে

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকটি দিন দিন বেশ জমজমাট হয়ে উঠছে। আর হবে নাই বা কেন, ধারাবাহিকে যে রয়েছেন সকলের প্রিয় অন্বেষা হাজরা (Annwesha Hazra)। গল্পটি শুরু হয়েছিল দুই বোনকে নিয়ে। দেখা যায়, দুই বোন একে অপরের জন্য নিজের জীবনটাকেও দিতে প্রস্তুত। তারপরই তাদের জীবনে আসে এক নতুন মোড়।

সন্ধ্যা (Sandhya) ও তারা (Tara) দুজনেই ভালোবেসে ফেলে আকাশনীল নামের এক ছেলেকে। এদিকে আকাশ (Akashneel) ভালোবাসে তারাকে। তবে এতদিন মেজদি তারার জন্য নিজের সমস্ত খুশি ত্যাগ করেছিল, আর সেটার জন্যই তারা সন্ধ্যার ভালোবাসার কথা ভেবে আকাশের থেকে দূরে চলে যায়। এদিকে মায়ের কথা রাখতে আকাশ সন্ধ্যাকে বিয়ে করে নেয়।

সন্ধ্যা যদিও জেনে গিয়েছিল আকাশ অন্যকাউকে ভালোবাসে। তবুও আকাশকে নিজের করতে সন্ধ্যা নিজেকে আকাশের মনের মতো করবে বলে ঠিক করে। আকাশ সন্ধ্যার যদিও কোনও ক্ষতি চায় না, তবে সে তারাকেই বিয়ে করবে বলে ঠিক করে। আকাশ তারার সঙ্গে দেখা করতে কলকাতা যাবে বলে ঠিক করলে সন্ধ্যা আকাশের পিছু নেয়। সন্ধ্যা জানেনা যে আকাশ যে মেয়েটিকে ভালোবাসে সে তারাই। অন্যদিকে আকাশ জানে না যে সে যাকে ভালোবাসে সে সন্ধ্যার বোন।

আরো পড়ুন: প্রাক্তন প্রেমিকের বাড়ি গিয়ে আর শ্বশুরবাড়ি ফিরতে পারল না শিমুল! শতদ্রুর রুমেই কাটাবে রাত

কলকাতায় গিয়ে সন্ধ্যা আকাশকে কিছুভাবে বাড়ি ফিরে যেতে রাজি করালেও মাঝ রাস্তায় দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার জীবন মৃত্যুমুখী হয়ে পরে। আর তখনই আকাশের চোখে সন্ধ্যার প্রতি মায়া, হারানোর ভয় লক্ষ করা যায়। আকাশ যে নিজের অজান্তেই সন্ধ্যাকে ভালোবেসে ফেলেছে তা সকলের কাছেই স্পষ্ট হয়। আকাশ নিজের ফোবিয়া কাটিয়ে সন্ধ্যাকে রক্ত দেয়। সারাক্ষন ঠাকুরের কাছে প্রার্থনা করে সন্ধ্যার জন্য। সন্ধ্যা সুস্থ হয়ে গেলে সে জানতে পারে আকাশ তাকে রক্ত দিয়েছে।

আকাশের রক্ত দেওয়ার খুশিতে সন্ধ্যা আনন্দে পাগল হয়ে যায়। সে ভেবে নেয়, আর কেউ তাদের আলাদা করতে পারবে না। বাড়ি ফেরার সময় সন্ধ্যা আবার নিজের আগের জায়গায় ফিরে যায়। আকাশের রক্ত তার শরীরে তাই সে সকলকে বলে যে সেও আকাশের মতো ভালো গাড়ি চালাতে পারবে, যা শুনে আকাশের আর রাগ নয়, খুশি হয়। নিজের সন্ধ্যাকে আবার আগের ‘ড্রামা কুইনে’ ফিরে যেতে দেখে এবার হাসি ফোটে আকাশের মুখে। তবে কি তারাকে ভুলে এই ড্রামা কুইনকেই কাছে টেনে নেবে আকাশ?