ভাদ্র মাসের দুপুর। হালকা রোদে চকচক করছে দাসানি ২ স্টুডিও চত্বর। আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের টুকরো, মাঝে মাঝে নামছে হালকা ফোঁটা। এর মধ্যেই স্টুডিও জুড়ে উৎসবের আবহ। বুধবার যে গণেশচতুর্থী!
টেকনিশিয়ান থেকে শিল্পী— সবাই কাজের ফাঁকে নাচে, গানে মাতোয়ারা। লাউডস্পিকারে ভেসে আসছে ঢাকের শব্দ, মাইক থেকে বাজছে গান। উৎসব আর শুটিং মিলেমিশে যেন একসঙ্গে বেঁধে ফেলেছে সবাইকে।
নায়িকা তৃণা সাহা এ দিন এসেছেন লাল-সবুজ বেনারসিতে, খোঁপায় জুঁই ফুলে ভরা। মুখভর্তি হাসি নিয়ে জানালেন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে, “শুটিং শেষ করতে করতে রাত হয়ে যায়। তাই এখানেই সবাই মিলে পুজো করব। নাচ, গান, খাওয়াদাওয়ার জমজমাট আয়োজন থাকছে।”
স্টুডিওর অন্য প্রান্তে তখন বড় করে তৈরি হচ্ছে মণ্ডপ। গণেশের বিশাল মূর্তি বসানো হয়েছে, সামনে সাজানো লাড্ডু, মোদক আর ফল। গোলাপি পাঞ্জাবি পরে নায়ক ইন্দ্রজিৎ বসু প্রদীপ হাতে নিয়ে আরতি শুরু করলেন। তার পাশে এসে দাঁড়ালেন তৃণাও। মুহূর্তে চারপাশ ভরে উঠল ধূপ-ধুনোর গন্ধে, গাঁদা ফুলের পাপড়িতে।
কিন্তু ঠিক সেই সময়েই অঘটন! হঠাৎ কয়েকজন অপরিচিত লোক ভিড় ঠেলে ঢুকে পড়ল মণ্ডপে। চারপাশের মানুষ প্রথমে কিছু বুঝতে পারলেন না। হঠাৎই তারা এগিয়ে গেল তৃণার দিকে। জোর করে আবির মাখাতে উদ্যত হলো। আচমকা পরিস্থিতি দেখে হতবাক হয়ে গেলেন তৃণা। আনন্দে ভরপুর মুহূর্ত থমকে গেল এক নিমেষে।
ঠিক তখনই ঝাঁপিয়ে পড়লেন ইন্দ্রজিৎ। একেবারে নায়কের মতোই শক্ত হাতে দুষ্কৃতীদের দমন করলেন তিনি। উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পরিচালক কুন্তল ঘোষ চিৎকার করে উঠলেন— “কাট!”
আসলে সবটাই শুটিং। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর বিশেষ এপিসোডের দৃশ্য। প্রযোজনায় স্নেহাশিস চক্রবর্তী। গল্প অনুযায়ী, পাড়ায় গণেশপুজো চলছে। সবাই যখন উৎসবে মগ্ন, তখনই নায়িকার উপর হঠাৎ হামলা। আর নায়ক পরশুরাম নিজের স্ত্রীর রক্ষায় দাঁড়ান সামনে।
শুটের বিরতিতে হাসিমুখে তৃণা বললেন, “আজ শুট শেষ হবে সাড়ে ন’টার পর। তারপর হয়তো বন্ধুর বাড়ি যাব। আসলে সময় পেলে মুম্বই যেতাম, ওখানকার গণেশপুজোর জাঁকজমক অন্যরকম।”
অন্যদিকে ইন্দ্রজিতের বাড়িতেই এ দিন পুজোর আয়োজন। হেসে জানালেন তিনি, “আজ মিষ্টি ছাড়া সব খাবো।”
আরও পড়ুনঃ “গলার ক্যা’ন্সারে মানুষ মরে না!” “গলায় একটা মাংসপিণ্ড বেড়ে উঠছে দিনদিন…অভিনয় আমি ছাড়তে পারবো না!”— সম্প্রতি শারীরিক অবস্থায় কথা জানালেন শকুন্তলা বড়ুয়া! অসুস্থ শরীর, তবুও অভিনয়ে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী! এখন কেমন আছেন তিনি?
একদিকে স্টুডিওর ভেতরে রঙিন আলো, গান-বাজনা, শুটিং আর ক্যামেরার ঝলকানি। অন্যদিকে অভিনেতাদের ব্যক্তিগত আনন্দ আর উৎসবের আবহ। সব মিলিয়ে দাসানি ২ স্টুডিও যেন এ দিন হয়ে উঠেছিল প্রকৃতপক্ষে এক টুকরো গণেশচতুর্থীর মণ্ডপ।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!