‘জগদ্ধাত্রীকে বলা হতো গরিবের CID টপার হতে পারে না’! দীপা টিআরপি থেকে আউট হতেই জলসার ‘টিআরপি দা’লাল’দের মুখে ঝামা ঘষল জগা ফ্যানরা

প্রতি সপ্তাহে বাংলা বিনোদনের চ্যানেলগুলি সিরিয়ালের টিআরপি নিয়ে চিন্তায় থাকেন নির্মাতারা। তবে পুজো পার্বন ও উৎসবের মরশুমে নম্বরের তালিকায় বিপুল পরিবর্তন ঘটেছে। গত সপ্তাহেই ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সব মিলিয়ে চলতি সপ্তাহে সমস্ত সিরিয়ালের রেটিং বেশ খানিকটা কমেছে। কিন্তু শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)

চলতি সপ্তাহে ৭.৭ নম্বর পেয়ে, প্রথম স্থান অধিকার করেছে জ়ি বাংলার ‘জগদ্ধাত্রী’। জ্যাস ও সয়ম্ভুর চতুর্থ স্থান থেকে সোজা ১-কে চলে আসায় খুশি জগদ্ধাত্রীর অনুরাগীরা। এক নেটিজেনের মত, একটা সময় ছিল যখন ‘অনুরাগের ছোঁয়া’ আর জগদ্ধাত্রী ১ বা ২ নম্বরে থাকত। ‘অনুরাগের ছোঁয়া’ বেশি টপারশিপ ধরে রাখত। জগদ্ধাত্রী মাঝে মাঝে টপার হত।’

Bengali serial

নেটিজেনের আরও বক্তব্য, ‘আমি কখনোই অনুরাগের হেটার্স ছিলাম না। আজও নই। কিন্তু কিছুদিন আগেও এই জগদ্ধাত্রীকে বলা হতো, গরিবের সিআইডি। টপার হতে পারে না। ১ সপ্তাহ টপার হয়েই দম শেষ। হেনতেন কত রকমের পোস্ট করত জলসার টিআরপি দালালরা।’

অন্য এক নেটিজেনের মত, ‘তখন মনে হত সময় আসুক এর জবাব দেব। কিন্তু এখন আর তা মনে হচ্ছে না কিছু বলতেও ইচ্ছে করছে না, ভালোটাকেই উপভোগ করছি। যাইহোক, এই নিয়ে ১৯ বারের মতো টপার “জগদ্ধাত্রী”। টানা ১৩ মাস স্লট লিডার।’

Mishka Deepa Surya

আরও পড়ুনঃ যে ঘরের বৌমারা অপমানিত হয়, সে ঘরে মা লক্ষী থাকে না! বধূ নির্যাতনের প্রতিবাদ করবে রামপ্রসাদ

প্রসঙ্গত, বিয়ের আগে উৎসব ও জগদ্ধাত্রী এর রিলেশন ছিলো।কিন্তু পরে ওদের ব্রেকআপ হয় আর উৎসব বিয়ে করে জগদ্ধাত্রীর সৎ ছোট বোন মেহেন্দিকে।আর পরে জগদ্ধাত্রী বিয়ে করে স্বয়ম্ভুকে। বিয়ের কিছুদিনের মাথায়ই জানা যায় যে,স্বয়ম্ভু আসলে উৎসবের সৎ দাদা।