জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেটে নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে আসার পর থেকেই দর্শক মহলে নানা কানাঘুষো শুরু হয়েছিল। সেই জল্পনায় এবার নতুন মোড়! সূত্র বলছে, ধারাবাহিকে আর্য চরিত্রে আর দেখা যাবে না অভিনেতা জিতু কমলকে (Jeetu Kamal)! প্রসঙ্গত, অভিযোগ-প্রত্যঅভিযোগের গুঞ্জন কিন্তু হাওয়া থেকে তৈরি হয়নি।
জিতু সমাজ মাধ্যমেই খোলাখুলিভাবেই জানিয়েছিলেন, সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অসহযোগিতা নাকি তাঁকে বেশ বিব্রত করছে। বিশেষ করে শর্ট দেওয়ার সময়ে অসুবিধা, অসুস্থতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য এবং ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি– এসবই তাঁর পেশাদারিত্বে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে দাবি করেছিলেন তিনি। বিপরীতে দিতিপ্রিয়ার বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানিয়েছিলেন, শুট স্বাভাবিক গতিতেই চলছে আর অতিরিক্ত কোনও সমস্যার কথা তিনি জানেন না।
দুই পক্ষের দুই রকম দাবি, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। এই পরিস্থিতি ঠান্ডা করতে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে জিতু ও দিতিপ্রিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করা হয়। তিন ঘণ্টা ধরে আলোচনা চললেও, সূত্রমতে সেই বৈঠকে কোনও সুনির্দিষ্ট রায় আসেনি। সমস্যা মেটেনি আর ভবিষ্যৎ-পরিকল্পনাও স্থির হয়নি। এমনকি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে কি না বা নায়ক নায়িকা বদল হবে কি না, সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানান হয়নি।
ফলে সমাধানের আশায় যারা ছিলেন, তারা আরও ধাঁধায় পড়ে গেছেন। তবে একটা বিষয় অবশ্য পরিষ্কার, এই টানাপোড়েনে ভক্তরাও দুই ভাগে বিভক্ত। কারও বক্তব্যে জিতুর পক্ষাবলম্বন তো কারও মতে দিতিপ্রিয়ার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। সমাজ মাধ্যমে এই নেপথ্য ঝামেলা যত ছড়িয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে জনপ্রিয় ধারাবাহিকের এই কলহ শেষ পর্যন্ত পুরো ইন্ডাস্ট্রিকেই অস্বস্তিতে ফেলছে। সবকিছুর মাঝেই নতুন যে খবরটি সবচেয়ে বেশি করে উঠে আসছে, তা হল ‘আর্য’ চরিত্রে আর থাকছেন না জিতু কমল!
আরও পড়ুনঃ গুরুতর শারীরিক অ’সুস্থতায় বিপ’দে শ্বেতা ভট্টাচার্য, হঠাৎ এমন সমস্যায় চিন্তায় পরিবার! চিকিৎসকের আশঙ্কায় বাড়ছে দু’শ্চিন্তা, জটিলতা না কমলে অপারেশন অনিবার্য! কী হয়েছে অভিনেত্রীর? কবে ফিরতে পারবেন পর্দায়?
দিতিপ্রিয়া আপাতত ‘অপর্ণা’ হিসেবেই থাকছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই সিদ্ধান্ত ঠিক কখন কার্যকর হবে বা কে আসছেন নতুন আর্য হয়ে, তা এখনই প্রকাশ্যে নয়। তবুও এই পরিবর্তনের খবরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এখন শুধু অপেক্ষা, কে আসবেন নতুন নায়ক হয়ে আর এই নতুন জুটিকে দর্শক কতটা আপন করবে। সময়ই বলবে, এই উত্তাল পরিস্থিতি থেকে ধারাবাহিক কীভাবে নতুন ছন্দে ফেরে। আপনাদের মতে কি এই সিদ্ধান্ত যথাযথ ছিল?






