কলকাতার শেফ অগ্নিভ ও গোবরডাঙার গোবর রানীকে নিয়ে আসছে “কথা”! জি বাংলার নায়িকাকে কেড়ে নিল জলসা! প্রকাশ্যে প্রোমো

এই মুহূর্তে স্টার জলসা এবং জি বাংলা পাল্লা দিয়ে একের পর এক নতুন নতুন সিরিয়াল আনছে। তাতে দেখা যাচ্ছে বেশ নতুন নতুন গল্প এবং নতুন নতুন মুখ। বেশ কিছু গল্প আসা মাত্রই দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। আবার বেশ কিছু গল্প সেটা করতে রীতিমত ব্যর্থ হচ্ছে। তার প্রভাব টিআরপিতে দেখা যাচ্ছে।

আসলে এখন মেগা সিরিয়াল বলতে যে সিরিয়াল ৩-৪ বছর ধরে চলছে তাকে বলা হয় না কারণ এত দীর্ঘ বছর ধরে কোনও সিরিয়াল সেরকমভাবে চলছেই না। এখন আর মেগা সিরিয়াল শব্দটাই ব্যবহার করা হচ্ছে না কারণ বেশিরভাগ সিরিয়ালের আয়ু ওই মেরেকেটে খুব বেশি হলে এক বছর বা দুই বছর। এখন মানুষের টানা এত বছর ধরে একটা সিরিয়াল দেখার ধৈর্য নেই বরং তার জায়গায় কম সময় ধরে চলা সিরিয়াল যেখানে টুইস্ট বেশি, চমক বেশি, কনন্ট্রোভার্সি আছে সেগুলিই বেশি জনপ্রিয়তা পাচ্ছে।

আর এবার সামনে এলো আরো এক নতুন সিরিয়াল যেটা আছে স্টার জলসা। তার নাম কথা। সিরিয়ালের প্রথম ঝলক এসেছে সামনে। দেখে নিন কি রয়েছে তাতে।

কলা কুশলী

সিরিয়ালের মূল চরিত্র রয়েছে সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য দিয়া মুখার্জি। সুস্মিতা কথা এবং সাহেব ভট্টাচার্য অগ্নিভর ভূমিকায় এবার অভিনয় করবে। এছাড়া আরো অনেকেই রয়েছে। দুজনে সম্পূর্ণ বিপরীত চরিত্রের। তবে দিয়া কোন চরিত্রে আছে তার নাম জানা যায়নি। তবে এই দিয়ার চরিত্র কি দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়াবে?

সিরিয়ালের প্রোমো

এবার এই সিরিয়ালের প্রথম ঝলক সামনে এনেছে স্টার জলসা। কথা ভালোবাসে নানা ভাবে বিভিন্ন গাছের বাগান সাজাতে। তার মা বাড়িতে আসা একটি লোককে প্রশ্ন করে দুধ এনেছিস? সঙ্গে সঙ্গে সে বলে গোবর আর তখন কথা দৌড়ে গিয়ে বলে আমার গোবর সার। সঙ্গে সঙ্গে সে বলে গোবর আর তখন কথা দৌড়ে গিয়ে বলে আমার গোবর সার। সঙ্গে সঙ্গে আরও একটি মেয়ে তাকে বলে এই যে মিস গোবর দেবী বিয়ের পর যে কি হবে তোর। কথা বলে বিয়ে? অসম্ভব। পুরুষ মানেই বিশ্বাসঘাতক।

এদিকে গুহ বাড়িতে পুজো আর বড় নাতি নিরুদ্দেশ। সেই নাতি অর্থাৎ শেফ অগ্নিভ ব্যস্ত নানা স্বাদের নানা পদ বানাতে। তবে তাকে যে করমচা আনতে বলা হয়েছিল সেটা সে ভুলে যায়। সেখানে হাতে করমচার গাছ নিয়ে ঢোকে কথা আর ধাক্কা লাগে দুজনের। সে প্রশ্ন করে চোখে দেখতে পান না মিস গোবর দেবী?

You cannot copy content of this page