টিআরপি তালিকায় জুতসই র্যাঙ্ক না করতে পারলেই বন্ধ হচ্ছে সিরিয়াল। স্টার জলসা হোক বা জি বাংলা বা আকাশ আট সব চ্যানেলেই এক চিত্র। হালে ফিলে অধিকাংশ সিরিয়ালের মেয়াদ হাতে গুনে সাত-আট মাস। কিছু ধারাবাহিক তো বন্ধ হচ্ছে মাস তিনেক সম্প্রচারের পরেই। কয়েকদিন আগেই বন্ধ হয়েছে ‘বাংলা মিডিয়াম’। তখনই টেলি পাড়ায় জোর গুঞ্জন উঠেছিল বন্ধ হচ্ছে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক।
আর সেই আট মাসেই বিদায় ঘন্টা বাজল সুকৃত সাহা ও অয়ন্যা রায় অভিনীত ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। স্টুডিও পাড়া সূত্রে খবর, ১২ই নভেম্বর শেষ হয়েছে সিরিয়ালের শ্যুটিং। জলসায় শেষ সম্প্রচার হবে ১৯ নভেম্বর। চলতি মাসেই শেষ হচ্ছে কমলা ও মানিকের মিষ্টি দাম্পত্যের গল্প।
আজকের পর্বে দেখা গেছে, ভূত সেজে ছোটমা সুহাসিনীকে দেখা দিল মানিক ও কমলা। ইতিপূর্বে আমরা দেখেছি, বাড়ির সকলের অমতে পৃথ্বীরাজের সঙ্গে সুনীলের মেয়ের বিয়ে দিতে চায় সুহাসিনী। কিন্তু বড় বউ খোকা এবং কমলাকে বলে পালিয়ে যেতে। পালিয়ে যেতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়ে দুজন। তারপরই ভূত বেশে ছোট মাকে দেখা দেয় মানিক ও কমলা।
ছোট মা কাছে ডাকলে কমলাও মানিক তাঁকে জানায়, যেদিন তাঁর মা রাগ অভিমান ভুলে অন্যের জন্য কাঁদবে। যেদিন সাবু মিনুর মত কমলাকেও আপন করে নেবে, আমরা সেদিনই ফিরব। অন্যদিকে দেখা যায়, বড় বউ খোকা ও কমলাকে পালিয়ে যেতে বলে অনুতপ্ত।
বড় বউমা বলতে থাকে কার জন্যই সংসারটা ভেসে গেছে। কারণ তিনিই কমলা ও পৃথ্বীরাজকে পালিয়ে যেতে বলেছিলেন। এরই মাঝে সুনীল কিছু লোক নিয়ে আসে তাঁদের বাড়ি।ছক কষে বাড়িটি বিক্রি করতে চায় সে। কিন্তু বাড়ির কর্তা বেরিয়ে এসে প্রশ্ন করে,’এরা কারা সুনীল?’ প্রশ্ন শুনে চমকে ওঠে সুনীল।
আরও পড়ুনঃ এক চাদরের তলায় অহনা ও প্রেমিক! ‘মা সোশ্যাল মিডিয়ায় আছে তবু মেয়ে কী করে এমন ছবি দেয়?’ ট্রোলড পর্দার মিশকা
উল্লেখ্য, এই ধারাবাহিকের স্লটে দেখা যাবে ব্লু প্রোডাকশনের আসন্ন মেগা গীতা LL.B। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রমো। দেখা যাচ্ছে, কোন জখম রাহাজানি চুরি বাটপারি বা শ্লীলতাহানি সবরকম কেস সামলাতে আসছেন গীতা এল.এ.বি। আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির মেয়েদের মতই বাড়ির সমস্ত দায়ভারও তাঁর ঘাড়ে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি না পারে সে। তাঁকে ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প।
View this post on Instagram